শুক্রবার ১৭ মে ২০২৪
Online Edition

অবৈধদের বের করার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি -পল রায়ান

১৪ নবেম্বর, সিএনএন : আমেরিকায় অবৈধভাবে যারা বসবাস করছে তাদের আমেরিকা থেকে বের করে দেওয়ার বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন আমেরিকার হাউজ স্পিকার পল রায়ান। রোববার মার্কিন প্রভাবশালী গণমাধ্যম সিএনএনের অনুষ্ঠান স্টেট অব দ্য ইউনিয়নের উপস্থাপক জ্যাক ট্যাপারের কাছে তিনি এই কথা জানান। পল রায়ানের বরাত দিয়ে সিএনএন আরো জানায়, তারা এই সময় অভিবাসীদের নিয়ে তেমন কোন চিন্তা-ভাবনা করছেন না। আমেরিকার আইন প্রণেতা ও ডোনাল্ড ট্রাম্পও দেশের অবৈধ অভিবাসীদের বের করে দেওয়ার কোন পরিকল্পনা করছেন না। তারা এখন সবচেয়ে বেশি ভাবছে আমেরিকার সীমান্ত সুরক্ষার বিষয় নিয়ে জানান পল রায়ান। আমেরিকায় অবৈধভাবে আর কোন অভিবাসী যেন ঢুকতে না পারে সেজন্য সীমান্ত দিয়ে অবৈধভাবে কারা যাওয়া-আসা করছে তা আগে বন্ধ করতে হবে বলে জানান তিনি। তারপর অভিবাসীদের কথা চিন্তা করবেন তারা। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধদের বের দেবেন বলে ঘোষণা দেন। ট্রাম্পের ওই ঘোষণা ঢালাও সংবাদপত্রে প্রকাশিত হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ