মঙ্গলবার ১৪ মে ২০২৪
Online Edition

কাজীপুরে প্রান্তিক চাষীদের মাঝে বীজ বিতরণ করেন স্বাস্থ্যমন্ত্রী নাসিম

কাজীপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা : কাজীপুরে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে (খরিপ-২/ ২০১৬-১৭) কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব বিধায় কৃষকের ও কৃষির উন্নয়নে যুগান্তকারী সব কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। তারই ধারাবাহিকতায় আজ কাজিপুরের ৫ হাজার ১০ জন কৃষককে এই সহায়তা দেয়া হচ্ছে। নাসিম কৃষিমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, সবচেয়ে বেশি বরাদ্দ দিয়ে তিনি কাজীপুরবাসির আপনজন হিসেবে পাশে দাঁড়িয়েছেন। এসময় তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাগণ নিরলস পরিশ্রম করে আপনাদের নানা সমস্যা ও সমাধানের পথ বাতলে দিচ্ছেন। আপনারা তাদের পরামর্শ ও সহযোগিতা নিয়ে কৃষিবিপ্লবে ঝাঁপিয়ে পড়–ন। পর্যায়ক্রমে এই সহায়তা আরও বাড়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, এখন কাজের সময় তাই কথা নয়, কাজীপুরের প্রতি ইঞ্চি মাটি যেন ফসলে ভরে ওঠে সেই কাজ আপনাদের করে যেতে হবে। কৃষি প্রণোদনা দেবার জন্যে তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, কাজীপুরের মাটি ও মানুষ আপনার সাথে রয়েছে, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। কাজীপুর উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি অফিসার মামুনুর রশিদ, কৃষি সম্প্রসারণ অফিসার কল্যাণ প্রসাদ পাল প্রমুখ।

অনলাইন আপডেট

আর্কাইভ