বুধবার ০১ মে ২০২৪
Online Edition

বক্সিং কোচেস কোর্স শুরু

স্পোর্টস রিপোর্টার : ভাল বক্সার তৈরি করতে মানসম্পন্ন প্রশিক্ষক প্রয়োজন। এই উপলব্ধি থেকেই বাংলাদেশ বক্সিং ফেডারেশন ৬৪ জেলা থেকে বাছাইকৃত প্রশিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। গতকাল বৃহস্পতিবার মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে ১০ দিনব্যাপী আয়োজিত এই কোর্সটির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের ক্রীড়াঙ্গণ এগিয়ে যাচ্ছে। আরও এগিয়ে যাবে। ক্রিকেট, হকির পাশাপাশি বক্সিং দেশের জন্য সাফল্য বয়ে আনবে। আশাকরি অন্য ডিসিপ্লিনগুলোও বিদেশের মাটিতে দেশের মুখকে উজ্জ্বল করবে।’ বক্সিং ফেডারেশনের সভাপতি ও বিজিবির মহাপরিচালক লে. জেনারেল আজিজ আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামসুর রহমান, ফেডারেশনের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস খান এবং পৃষ্ঠপোষক ওয়ালটনের স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার ডন উপস্থিত ছিলেন। উল্লেখ্য জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে, বক্সিং ফেডারেশনের আয়োজনে এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহযোগিতায় ‘আমরা খুঁজছি সেরা বক্সার, দেশের সম্মানে তোমাদের দরকার’- শিরোনামে ২৬ জুলাই থেকে ৫ সেপ্টেম্বর দেশের ৬৪ জেলায় তৃণমূল পর্যায়ে (অনূর্ধ্ব-১৬ বালক ও বালিকা) প্রতিভা অন্বেষণ কার্যক্রম সম্পন্ন করে বক্সিং ফেডারেশন। এই কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত প্রত্যেক জেলার স্থানীয় কোচদের উচ্চতর প্রশিক্ষণের জন্যই ১০ দিনব্যাপী একটি আবাসিক কোচেস কোর্স শুরু করেছে বক্সিং ফেডারেশন।

অনলাইন আপডেট

আর্কাইভ