বুধবার ০১ মে ২০২৪
Online Edition

বেলের রেকর্ডের রাতে রিয়ালের হোঁচট

চ্যাম্পিয়ন্স লিগের আগের ম্যাচেই লেগিয়া ওয়ারশকে নিজেদের মাঠে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছিল রিয়াল মাদ্রিদ। গোল উৎসব করেছিল তারা। অথচ গত বুধবার তারকাসমৃদ্ধ দলটি পেপসি এরেনায় হোঁচট খেল। চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের দ্রুততম গোলদাতার মর্যাদা পেলেও হতাশ হতে হলো গ্যারেথ বেলকে। লেগিয়ার মাঠে ৩-৩ গোলে এবারের আসরের দ্বিতীয় ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। 

রোমাঞ্চকর এ লড়াই দেখার সৌভাগ্য হয়েছে মাত্র ১ হাজার জনের। কারণ রুদ্ধদ্বার স্টেডিয়ামে হয়েছে রিয়াল-লেগিয়ার লড়াই। বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে আগের ম্যাচে দর্শক নিয়ে গ-গোল হওয়ায় উয়েফা এ স্টেডিয়ামে নিষেধাজ্ঞা আরোপ করে। প্রায় দর্শকশূন্য গ্যালারির সামনে শুরুতেই গোল উদযাপন করার সুযোগ পান বেল। এ প্রতিযোগিতায় লেগিয়ার বিপক্ষে আগের ৭ ম্যাচেই জয়ী রিয়াল এদিন ৩৫ মিনিটে ২-০ গোলে এগিয়েছিল। প্রথম মিনিটেই বেলের দুর্দান্ত গোল, এরপর করিম বেনজেমা ব্যবধান দ্বিগুণ করেন। 

কিন্তু স্বাগতিকরা ভাদিস ওজিজা-ওফো ও রাদোভিচের নৈপুণ্যে ২-২ গোলে ম্যাচে ফেরে। তবে থাইবত মোলিন রিয়ালকে বড় ধাক্কা দেন ৮৩ মিনিটের গোলে। ৩-২ গোলে হারের লজ্জা থেকে শেষ পর্যন্ত রিয়াল রেহাই পায় ২ মিনিট পর। মাতেও কোভাচিচ দারুণ এক গোলে চ্যাম্পিয়নরা অন্তত এক পয়েন্ট অর্জন করে। এ ড্রয়ে চার ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে নামতে হয়েছে রিয়ালকে। স্পোর্টিংকে ১-০ গোলে হারিয়ে ‘এফ’ গ্রুপে তাদের ওপরে বরুশিয়া ডর্টমুন্ড। দুই পয়েন্টের ব্যবধানে শীর্ষে জার্মান দলটি। ইন্টারনেট।

অনলাইন আপডেট

আর্কাইভ