মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪
Online Edition

শ্রীনগর ও পাম্পরে নতুন করে নিষেধাজ্ঞা জারি

২১ অক্টোবর, দি স্টেটম্যান : গতকাল শুক্রবারের জুম্মা পরবর্তী প্রতিবাদ ঠেকাতে কাশ্মীর উপত্যকার শ্রীনগরের বিভিন্ন জায়গাতে নতুন করে নিষেধাজ্ঞা জারি করা হয়। পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আইন-শৃঙ্খলা রক্ষার্থে শ্রীনগর ও পাম্পর শহরের বিভিন্ন অঞ্চলে নতুন করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সম্প্রতি প্রতিবাদ এবং বন্ধের তীব্রতা কমেছে তবে ১০৫ দিনের মতো চলা বিচ্ছিন্নতাবাদীদের চলমান প্রতিবাদ ও বন্ধ সাধারণ মানুষের জীবনকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানসমূহ পুরো উপত্যকা জুড়ে বন্ধ রয়েছে।
কর্র্তৃপক্ষ ঘোষণা দিয়েছে ৮ম, ১০ম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা নবেম্বরে অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা চলমান অস্থিরতার মধ্যে পরীক্ষা দিতে অস্বীকৃতি জানিয়েছে। যখন জম্মু কাশ্মীরের সরকার চলমান প্রতিবাদে জড়িত থাকার অভিযোগে ডজন খানেক ব্যক্তিকে চাকুরিচ্যুত করেছে। ঠিক তখনই নতুন করে নিষেধাজ্ঞা জারি করা হলো। গত জুলাইয়ে হিজবুল নেতা বুরহান ওয়ানিকে হত্যার পর থেকে শুরু হওয়া সহিংসতায় এই পর্যন্ত কমপক্ষে ৯১ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে প্রায় ১২ হাজার মানুষ।

অনলাইন আপডেট

আর্কাইভ