শুক্রবার ১৭ মে ২০২৪
Online Edition

সিএনসি পদক পেলেন হোসনে আরা শাহেদ ও অনামিকা হক লিলিসহ ৭ বিদূষী নারী 

 

স্টাফ রিপোর্টার : হোসনে আরা শাহেদ ও অনামিকা হক লিলি হলেন দু’জন দেশবরেণ্য স্বনামধন্য শিক্ষাবিদ ও সাহিত্যিক। বাকি পাঁচজন সজ্জন গৃহবধূ। যারা কবি-সাহিত্যিক, শিল্পী বা কর্মজীবী নারী নন। যারা গৃহকোণে অবস্থান করে শিল্প-সাহিত্য ও সংস্কৃতির নিরন্তর সেবা করে চলেছেন। তারা হলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মরহুম হাসান আব্দুল কাইউম সেলিমের সহধর্মিনী রোকসানা বেগম, সাংবাদিক মরহুম সানাউল্লাহ আখুঞ্জীর সহধর্মিনী সামসুননাহার, জাতীয় অধ্যাপক সৈয়দ আলী আহসানের পুত্রবধূ রোকেয়া সুলতানা, সাহিত্যিক ও সাংবাদিক মাহবুবুল হকের সহধর্মিনী আখতার কানিজ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এম.এ হান্নানের সহধর্মিনী রেজিনা হান্নান। 

এই সাতজন বিদূষী কল্যাণকারী নারী নিরলসভাবে সাহিত্য ও সংস্কৃতির সেবা করায় বেসরকারি সংগঠন  সেন্টার ফর ন্যাশনাল কালচার (সিএনসি) তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠানটির শিরোনাম ছিল ‘কৃতজ্ঞতার সূতায় গাঁথিনু গলার মালা’। গত সোমবার বিকেলে রাজধানীর মগবাজারস্থ নজরুল একাডেমিতে ব্যতিক্রমী এ আয়োজনে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ লেখক ও স্বনামধন্য ব্যক্তিত্ব সোফিয়া হুসনে জাহান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবীণ শিক্ষাবিদ ও সাহিত্যিক হোসনে আরা শাহেদ। বিশেষ অতিথি ছিলেন কবি মোহাম্মদ ফয়জুল কবীর, এডভোকেট হোসাইন সফিকুর রহমান ও কথা সাহিত্যিক শাহীন আক্তার আঁখি, নজরুল একাডেমির সহ-সভাপতি এম.এ হান্নান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিএনসি’র নির্বাহী পরিচালক মাহবুবুল হক। 

অনুষ্ঠানে শিক্ষাবিদ সাহিত্যিক ও সাংবাদিক হোসনে আরা শাহেদকে ‘সৈয়দ মুজতবা আলী সিএনসি পদক ২০১৭’ এবং শিক্ষাবিদ কথা সাহিত্যিক অনামিকা হক লিলিকে ‘বরকতুল্লাহ সিএনসি পদক ২০১৭’ প্রদান করা হয়। সেই সাথে উপর্যুক্ত পাঁচ নারীকে ‘সিএনসি কৃতজ্ঞতা পদক ২০১৭’ প্রদান করা হয়। 

অনুষ্ঠানে কথা ও কবিতাপাঠে অংশগ্রহণ করেন সৈয়দ অলিউল আমিন, ডা. বান্না, রায়াহানা বেগম লাভলী, কবি আতিক হেলাল, কবি সাঈদ জুবায়ের ও সফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন এডভোকেট মুসফিকা সাদিয়া ও নুরুল ইসলাম খান মামুন। সঙ্গীত পরিবেশন করেন কন্ঠশিল্পী মাসুদ রানা।

অনলাইন আপডেট

আর্কাইভ