সোমবার ২০ মে ২০২৪
Online Edition

জাতীয় ফুটবল দলের ট্রায়ালে এবার সুইডেন প্রবাসী ফুটবলার

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ জাতীয় দলের হয়ে ফুটবল খেলতে এবার বাছাইয়ে অংশ নিয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত সুইডেন প্রবাসী ফুটবলার  জোসেফ নূর রহমান। ইতালির কোচ লোপেজের ২৯ ফুটবলারের প্রাথমিক ক্যাম্পে ডাকা না হলেও বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সুপারিশে এই ফুটবলারকে পরখ করতেই ক্যাম্পে নিয়েছেন লোপেজ। তার পারফরমেন্স কোচের পছন্দ হলেই জায়গা হতে পারে লাল-সবুজ শীবিরে। জানা গেছে, সুইডেনে জন্মগ্রহণকারী জোসেফ নূর রহমান অ্যাটাকিং মিডফিল্ডার। এই প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন। গতকাল বুধবার বিকালে বাফুফের আর্টিফিশীয়াল টার্ফে ফাবিও লোপেজের অধীনে তিনি অনুশীলনে অংশ নিয়েছেন।আরো কয়েকদিন পরখ করেই দল চূড়ান্ত করবেন লোপেজ। বাফুফে সভাপতি কাজি সালাউদ্দিনের আহবানে সাড়া দিয়ে এখন অনেক বাংলাদেশী বংশদ্ভূত ফুটবলারই জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন দেখছে। এদের মধ্যে দু‘জন জাতীয় দলের হয়ে খেলেছেন। আবার কয়েকজন বাংলাদেশী বংশোদ্ভূত প্রবাসী ফুটবলার জাতীয় দলে খেলার ইচ্ছায় ঢাকায় আসলেও বেশীর ভাগ জাতীয় দলে ঠাঁই পাননি। তবে ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়া জাতীয় দলে নিজের স্থান পাকাপোক্ত করে নিয়েছেন।এছাড়া অস্ট্রেলিয়া প্রবাসী আনন্দ রহমান, জার্মান প্রবাসী রিয়াসাত খাতন, যুক্তরাষ্ট্র প্রবাসী ফারহান, ওয়েলস প্রবাসী রিজওয়ান আলী ও মোহাম্মদ আলী আকমল জাতীয় দলের ট্রায়ালে অংশ নেন। তবে তারা অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারেননি। গতকালই প্রাথমিক ক্যাম্পটি শুরু হয়েছে। চট্টগ্রামে চলমান শেখ কামাল আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবলে অংশ নেয়ার কারনে চট্টগ্রাম আবাহনী ও ঢাকা মোহামেডানে থাকা ফুটবলাররা প্রথম দিনের অনুশীলনে যোগ দিতে পারেননি। জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু জানান,খেলার কারনে যারা আসতে পারেনি তাদের সাথে ফোনে যোগাযোগ হয়েছে। আগামীকাল শুক্রবার আন্তর্জাতিক এই টুর্ণামেন্ট শেষ হলেই প্রাথমিক ক্যাম্পে ডাকপ্রাপ্ত ফুটবলারদের একসাথে অনুশীলন করাতে পারবেন লোপেজ।  এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে জাতীয় দলের খেলা হোম গ্রাউন্ডেই অনুষ্ঠিত হচ্ছে। নতুন কোচ লোপেজের অধীনে যার প্রস্তুতি নিচ্ছে মামুনুলরা। বিশ্বকাপ ও এশীয়া কাপের বাছাই পর্বের ম্যাচটি নভেম্বরের ১৭ তারিখে অস্ট্রেলিয়ার বিপক্ষে লোপেজের শিষ্যরা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেই খেলবে। বাংলাদেশের নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ান ফুটবল এসোসিয়েশন শংকা প্রকাশ করে সম্প্রতি বিশ্ব ফুটবলের শাসক সংস্থা ফিফা ও এএফসিতে পত্র দিয়েছিলো। এব্যাপারে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) অস্ট্রেলিয়ান দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে বলে ফিফাকে আশ্বস্থ করলে ভেন্যু বাতিলের সম্ভাবনা নাকচ করে দেয় ফিফা। ফলে ম্যাচটি বাংলাদেশেই হচ্ছে। বাফুফে সূত্রে জানা গেছে,অস্ট্রেলিয়ান ফুটবল দল ম্যাচটিতে অংশ নিতে আগামী ১৪ নবেম্বর ঢাকায় আসবে। 
ক্যাম্পে ডাকপ্রাপ্ত ফুটবলাররা হলেন: গোলরক্ষক : শহিদুল আলম সোহেল, রাসেল মাহামুদ লিটন, মাজহারুল হক হিমেল, আশরাফুল ইসলাম রানা, ডিফেন্ডার : নাসির উদ্দিন চৌধুরী, ইয়াসিন খান, তপু বর্মন, রেজাউল করীম রেজা, আতিকুর রহমান মিশু, ইয়ামিন মুন্না, রায়হান হাসান, ওয়ালি ফয়সাল, কেস্ট কুমার বোস, নাসিরুল ইসলাম নাসির, মিডফিল্ডার : জামাল ভুইয়া, মামুনুল ইসলাম মামুন, আবদুল বাতেন মজুমদার কোমল, ইমন বাবু, শাহেদুল আলম শাহেদ, মাসুক মিয়া জনি, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, মোনায়েম খান রাজু, ইমন বাবু, সোহেল রানা, ফরোয়ার্ড : শাখাওয়াত হোসেন রনি, তকলিস আহাম্মেদ, জুয়েল রানা, আমিনুর রহমান সজীব, ফয়সাল মাহামুদ।

অনলাইন আপডেট

আর্কাইভ