শনিবার ২৭ এপ্রিল ২০২৪
Online Edition

শ্রীনগরে গৃহবধূকে উঠিয়ে আনতে হামলা বাড়ি ভাংচুরের ঘটনায় আহত ৫

মুন্সীগঞ্জ সংবাদদাতা: শ্রীনগরে এক গৃহবধূকে উঠিয়ে আনতে বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় ৯ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন গৃহবধূর চাচা বাবু বেপারী। হামলার ঘটনায় গৃহবধূসহ পরিবারের ৫ জন আহত হয়েছে। গত ৩০ মে বৃহস্পতিবার রাত সোয়া ৯ টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের উত্তর জাহানাবাদ গ্রামের গৃহবধূও বাবা আয়নাল বেপারীর বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় ও মামলা সূত্রে জানাযায়, একই গ্রামের মিলন মোড়লের ছেলে শাকিল মোড়ল (২২) তার দলবল নিয়ে ওই গৃহবধূকে ঘর থেকে জোরপূর্বক উঠিয়ে আনতে চেষ্টা চলায়। এসময় গৃহবধূ মারিয়া আক্তার (২০) কে টানাহেঁচড়া ও মেরে আহত করে। পরিবারের লোকজন তাকে বাঁচাতে এগিয়ে আসলে শাকিল ও তার সহযোগিরা হামলা চালায়। এতে করে ওই হামলাকারীদের আঘাতে গৃহবধূসহ শহিদ মোড়ল (৬০), ইসমো তারা (২৭), সোনা মিয়া (৩০), আবু বেপারী (৩০) আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
মামলার বাদী বাবু বেপারী বলেন, ২ মাস পূর্বে আমার ভাতিজীকে পারিবারিক ভাবে ফরিদপুরের সদরপুরে বিয়ে দেই। বিয়ের পূর্বেও ভাতিজীকে শাকিল নানা সময়ে প্রেমের প্রস্তব দিতো ও জোর করে উঠিয়ে নেয়ার হুমকি দিয়ে আসছিলো। ঈদ উপলক্ষে ভাতিজী বাড়িতে বেড়াতে আসলে শাকিল ও তার সহযোগিরা তাকে উঠিয়ে নিতে ওই দিন রাতে আমাদের বাড়িতে এসে জোরপূর্বক তুলে নেয়ার চেষ্টা করে। লোকজন বাধা দিলে বাড়িতে ভাংচুর ও পরিবারের ওপর হামলা চালিয়ে সবাইকে আহত করে। উপায় না পেয়ে গত ০৪ জুন মঙ্গলবার থানায় একটি মামলা দায়ের করি। স্থানীয় ইউপি সদস্য আফজাল শেখ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আশপাশের লোকজনের চেচাঁমেচি শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে শাকিল গংদের হামলা করার দৃশ্য দেখতে পাই। এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠাই। মামলারটির তদন্ত কর্মকর্তা শ্রীনগর থানার এসআই শরীফ আশিকুর রহমান জানান, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। ঈদের ছুটিতে ছিলাম। এখন আসামীদের ধরতে অভিযান চালানো হবে।

অনলাইন আপডেট

আর্কাইভ