শনিবার ২৭ এপ্রিল ২০২৪
Online Edition

বরগুনার কৃতিসন্তান মিয়া গ্রুপের চেয়ারম্যান মিয়া মোহাম্মদ আবু সালেহের ইন্তিকাল

বরগুনা সংবাদদাতা : বরগুনার কৃতিসন্তান বিশিষ্ট সমাজ সেবক মিয়া গ্রুপের চেয়ারম্যান মোঃ আবু সালেহের লাশ গতকাল ঢাকা থেকে বরগুনায় আনা হয়। এবং তার নিজের প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ার সুলতানা সালেহ টিবিএম কলেজের সামনে জানাযা ও লাশ দাফন করা হয়। গত ৪ঠা ফেব্রুয়ারি হঠাৎ অসুস্থ হওয়ায় ঢাকা ধানমন্ডি ইবনেসিনা ক্লিনিকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। কিন্তু ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ বেড়ে যাওয়ায় ক্লিনিকেই মৃত্যু বরণ করেন। ঢাকায় জানাযা শেষে তার জন্মভূমি বরগুনার গৌরীচন্নায় তার লাশ আনা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৫৬ বছর। মিয়া মোহাম্মদ আবুসালেহ ছিলেন একজন বিশিষ্ট ব্যবসায়ী জামায়াতের রোকন, সমাজসেবক, দানবীর ও শিক্ষানুরাগী হিসাবে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেন। মৃত্যুর পূর্বে তিনি ইঞ্জিনিয়ার সুলতানা সালেহ টিবিএম কলেজের সভাপতি এবং এতিমখানার পরিচালনা পরিষদের সভাপতি ছিলেন। জানাযার পূর্বে হাজার হাজার জনতার সামনে বক্তব্য রাখেন বরগুনা জেলার বিএনপির সাবেক সভাপতি মাহাবুবুল আলম ফারুক মোল্লা, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আফজালুর রহমান, বরগুনা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাওলানা মহিবুল্লাহ হারুণ, এবং তার ভাই এডভোকেট আবুল কালাম, তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বরগুনা জেলা জামায়াতের আমীর মাওলানা আবু জাফর মোঃ সালেহ। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার নি-সন্তান স্ত্রী ইঞ্জিনিয়ার সুলতানা সালেহ তার স্বামীর আত্মার মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া প্রার্থী।

অনলাইন আপডেট

আর্কাইভ