ঢাকা, সোমবার 02 December 2024, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬ হিজরী
Online Edition

বনশ্রীতে বাস উল্টে খালে, উদ্ধার কাজ চলছে

সংগ্রাম অনলাইন: রাজধানীর বনশ্রীতে একটি যাত্রীবাহী বাস উল্টে খালে পড়ে গেছে। দুর্ঘটনায় হতাহতের আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে।

বে বাসটিতে কতজন যাত্রী ছিলেন, তা তাত্ক্ষণিকভাবে জানা যায়নি।

শনিবার (৩০ নভেম্বর) বিকেলে ৫টা ৪২ মিনিটের দিকে দুর্ঘটনার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, আজ বিকেল ৫টা ৪২ মিনিটের দিকে রাজধানীর বনশ্রীতে মেরাদিয়া এলাকায় আলিফ পরিবহনের একটি বাস উল্টে খালে পড়ে যায়। খাল থেকে বাসটি উদ্ধার করতে পুলিশ আমাদের খবর দেয়। আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার কাজ পরিচালনা করছে।

প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়ে আলিফ পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়।

অনলাইন আপডেট

আর্কাইভ

string(11) "18.97.9.171"