ঢাকা, সোমবার 02 December 2024, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬ হিজরী
Online Edition

মালয়েশিয়া আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে বাংলাদেশ

সংগ্রাম অনলাইন: দেশীয় পণ্যের নতুন রফতানি বাজার ও বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে মালয়েশিয়ায় ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হল  ১৯ তম মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিং শোকেস (এমআইবিএস)। এতে বাংলাদেশ ও মালয়েশিয়ার বিনিয়োগকারীরা অংশ নেন। ২৮-৩০ নভেম্বর ২০২৪ কুয়ালালামপুর কনভেনশন সেন্টার (কেএলসিসি), কুয়ালালামপুর, মালয়েশিয়াতে অনুষ্ঠিত হয়। মালয়েশিয়া এক্সটার্নাল ট্রেড ডেভেলপমেন্ট করপোরেশন (এম ট্রেড) এর সহযোগিতায় ইএস ইন্টারন্যাশনাল ইভেন্ট ম্যানেজমেন্ট এ আয়োজন করে।

এবারের মেলায় ফ্যাশন-এ্যাপারেল, ফেব্রিক, চামড়াজাত পণ্য, গৃহস্থালি পণ্য, উপহার, ভোক্তা পণ্য এবং খাদ্য ও পানীয় ক্যাটাগরিতে ১০ টি দেশ ৩০০ টি বুথের মাধ্যমে মেলায় তাদের পণ্য প্রদর্শনী করে।
   
প্রতিদিনই বিভিন্ন দেশের ব্যবসায়ী ও বিভিন্ন পরিবেশক বাংলাদেশের বুথ পরিদর্শন করে পণ্যসামগ্রী নিয়ে আগ্রহ প্রকাশ করেন। শনিবার (৩০ নভেম্বর ২০২৪) মেলার সমাপনী দিনে মেলা ও বাংলাদেশি স্টল পরিদর্শন করেন বাংলাদেশ হাইকমিশন এর পক্ষে প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ। এসময় তিনি বাংলাদেশের স্টলে আগত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণে তাদের সহযোগিতা চান। এছাড়াও তিনি অংশগ্রহণকারী প্রতিষ্ঠানকে বিভিন্ন পরামর্শ দেন এবং হাইকমিশনের পক্ষ হতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো: শামীম আহসান জানান মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্যের চাহিদা দিন দিন বেড়ে চলেছে। এই প্রেক্ষাপটে হাইকমিশন বাংলাদেশের পণ্যের বাজার সম্প্রসারণের জন্য বিভিন্ন বাণিজ্য মেলায় অংশগ্রহণসহ অন্যান্য পরিকল্পনা নিয়ে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। তিনি বৈচিত্র্যময় বিভিন্ন পণ্যসামগ্রী নিয়ে অংশগ্রহণ করার জন্য অংশগ্রহণকারী প্রতিষ্ঠান 'প্রাণ' কে ধন্যবাদ জানান।

মেলায় অংশগ্রহণকারী প্রাণ-আরএফএল মালয়েশিয়ার প্রধান বিপণন কর্মকর্তা টাইলার তাসিন জানান, বিভিন্ন সেক্টরের উল্লেখযোগ্য সংখ্যক দর্শনার্থী বুথ পরিদর্শন করেছেন এবং বাংলাদেশের পণ্যসামগ্রী নিয়ে তাদের আগ্রহ লক্ষ্য করা গেছে। মালয়েশিয়ার বাজারে 'প্রাণ' শক্তিশালী ব্র্যান্ড হিসেবে বিকাশের জন্য কাজ করে চলেছে এবং এই মেলা সেক্ষেত্রে একটি সুবর্ণ সুযোগ হিসেবে মনে হয়েছে। এজন্য তিনি বাংলাদেশ হাইকমিশন কে বিশেষভাবে ধন্যবাদ জানান।

উল্লেখ্য যে, বাংলাদেশ-মালয়েশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলার এবং মালয়েশিয়া বাংলাদেশে ৯ম বৃহত্তম বিনিয়োগকারী দেশ। মালয়েশিয়ায় বাণিজ্য সম্প্রসারণে জন্য ২০২৩ সালে এখন পর্যন্ত বাংলাদেশ হাইকমিশন এর উদ্যোগে বিভিন্ন ক্যাটাগরির ৯ টি আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ করেছে।

অনলাইন আপডেট

আর্কাইভ

string(11) "18.97.9.171"