ঢাকা, সোমবার 02 December 2024, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬ হিজরী
Online Edition

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১০০

সংগ্রাম অনলাইন:গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় দুই শহর বেইত লাহিয়া এবং জাবালিয়ায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) ব্যাপক বিমান হামলায় বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন অন্তত ১০০ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল গাজার উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়ায় দুইটি বাড়িতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৭৫ জন নিহত হয়েছে। সেইসঙ্গে গাজার বিভিন্ন জায়গায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।

এদিকে গাজা সরকারের মিডিয়া কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, গাজায় ফিলিস্তিনিদের দুর্দশা ভয়ানক পর্যায়ে পৌঁছেছে। তবে সর্বশেষ এসব হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েলি বাহিনী।

গত বছরের অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৪৩ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে লক্ষাধিক এবং লাখ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে।

 

অনলাইন আপডেট

আর্কাইভ

string(11) "18.97.9.171"