ঢাকা, সোমবার 02 December 2024, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬ হিজরী
Online Edition

মুন্সিগঞ্জে বজ্রযোগনী ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মমিন বিশ্বাস, মুন্সীগঞ্জ:  বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সিগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়ন কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ৯টায় সাতরা পাড়া স্কুল মাঠে বজ্রযোগনী ইউনিয়ন সভাপতি মো জসিম উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশের জামায়াতের ইসলামির মুন্সীগঞ্জ সদর উপজেলার আমির নুরুল আমিন সিকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ পৌরসভা আমির এইচ এম বায়েজীদ সদর উপজেলার সেক্রেটারি মো মজনুদেওয়ান ,নারায়নগঞ্জ সদর (২) আমির এড মুফতি আক্তার হোসেন, রামপাল ইউনিয়ন আমির মাওলানা মুহাম্মদ ইব্রাহিম খলিল দারস পেশ করেন  উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা বজলুর রহমান আশ্রফী, এ ছাড়া বক্তব্য রাখেন উপজেলা কর্মপরিষদ সদস্য  মাওলানা মুহাম্মদ তোফাজ্জল হোসেন ইসলামি ছাত্র শিবিরের সদর উপজেলার সভাপতি মো রিফাত হোসেন বজ্রযোগনী ইউনিয়ন সেক্রেটারি মো: আবুবকর, মাওলানা আবুবকর প্রমুখ সঞ্চলনায় ছিলেন মো: সাইদুল হাসান।

অনলাইন আপডেট

আর্কাইভ

string(11) "18.97.9.171"