নোয়াখালীতে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা: নোয়াখালীর চাটখিলে কর্মী সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলার রামনারায়নপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রামনারায়ণপুর ইউনিয়ন সভাপতি হুমায়ূন কবির সুমনের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফেজ আবদুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও নোয়াখালী জেলা আমীর ইসহাক খন্দকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা দেলোয়ার হোসেন, চাটখিল উপজেলা জামায়াতের আমীর মাওলানা মহিউদ্দিন হাসান, চাটখিল উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা ওমর ফারুক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তরের সভাপতি মশিউর রহমান ফাহাদ, চাটখিল উপজেলা জামায়াতের সেক্রেটারী নূর হোসাইন রিয়াজ প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে চাটখিল উপজেলা জামায়াতের আমীর মাওলানা মহিউদ্দিন হাসান বলেন, 'বাংলাদেশে নতুন স্বাধীনতা নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামী সুযোগ পেলে আগামীতে বাংলাদেশকে সুন্দরভাবে গঠন করে গড়ে তোলা হবে।'
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মসলিশে শূরা সদস্য ও নোয়াখালী জেলা আমীর ইসহাক খন্দকার বলেন, 'জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার মাত্র তিন দিনের ব্যবধানে আপনারা নিজেরাই শ্বশুর বাড়ি দিল্লিতে চলে গেলেন। শেখ হাসিনাকে এদেশে চট করে ঢুকে যেতে হবে না। আপনাকে এনে বিচারের মাধ্যমে প্রতিটি ফোটা রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ। গত ১৬ বছরে আমাদের প্রতিটি অফিসে তালা লাগানো হয়েছে। আমরা ঘরে থাকতে পারিনি। আমাদেরকে গুম করা হয়েছে, শহীদ করা হয়েছে, অত্যাচার-নিপীড়ন করা হয়েছে। আওয়ামী লীগের মতো ফ্যাসিস্টদেরকেও বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে।'
চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়ন জামায়াতের উদ্যেগে আয়োজিত এই কর্মী সম্মেলনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে জামায়াত এবং শিবিরের নেতাকর্মীরা মিছিল নিয়ে অনুষ্ঠানে আগমন করে। অনুষ্ঠানে ইউনিয়নের শত শত নেতাকর্মীর উপস্থিতিতে ইউনিয়ন জামায়াতেরর নতুন দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়।