সোমবার ০২ ডিসেম্বর ২০২৪
Online Edition

ব্রুকের ব্যাটে ভালো অবস্থানে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক : ক্রাইস্টচার্চ টেস্টে ভালো অবস্থানে রয়েছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে নিউ জিল্যান্ডের করা ৩৪৮ রানের জবাবে ৫ উইকেট হারিয়ে ৩১৯ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে ইংলিশরা। পিছিয়ে আছে মাত্র ২৯ রানে।হ্যারি ব্রুক ১৩২ রানে অপরাজিত আছেন। তার সঙ্গে ৩৭ রানে অপরাজিত আছেন অধিনায়ক বেন স্টোকস। তারা দুজন আজ শনিবার সকালে তৃতীয় দিনে ব্যাট করতে নামবেন।তার আগে ৮ উইকেট হারিয়ে ৩১৯ রান তুলে প্রথমদিন শেষ করা নিউ জিল্যান্ড গতকাল দ্বিতীয় দিনে দলীয় সংগ্রহে ২৯ রান যোগ করতে পারে। আগের দিন ১০ রানে অপরাজিত থাকা টিম সাউদি ১৫ রান করে আউট হন। নতুন ব্যাটসম্যান উইলিয়াম ও’রুরকে ১৩ বল খেলে শূন্যরানে আউট হন। কিন্তু আগের দিন ৪১ রানে অপরাজিত থাকা গ্লেন ফিলিপস ফিফটি তুলে ৫৮ রানে অপরাজিত থাকেন। তাতে নিউ জিল্যান্ড ৩৪৮ পর্যন্ত যেতে পারে।বল হাতে ইংল্যান্ডের ব্রাইডন কার্স ও শোয়েব বশির ৪টি করে উইকেট নেন।ব্যাট করতে নেমে ইংল্যান্ড অবশ্য বিপাকে পড়ে। ৯ রানে জ্যাক ক্রাউলি, ৪৩ রানে জ্যাকব বেথেল ও ৪৫ রানে জো রুটের উইকেট হারায়। ৭১ রানে যেতে হারায় বেন ডাকেটের উইকেটও। ক্রাউলি ফিরেন ডাক মেরে। বেথেলে করেন ২ চারে ১০ রান। এরপর জো রুটও ফিরেন ডাক মেরে। ডাকেট অবশ্য ৬ চারে ৪৬ রান করে আউট হন।সেখান থেকে ব্রুক ও অলি পোপ ১৫১ রানের জুটি গড়েন পঞ্চম উইকেটে। দলীয় ২২২ রানের মাথায় পোপ ৮ চারে ৭৭ রান করে ফিরেন সাজঘরে। এরপর ব্রুক ও স্টোকস মিলে ৯৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিন শেষ করে আসেন। ব্রুক ১২৩ বলে ৯টি চার ও ২ ছক্কায় ক্যারিয়ারের সপ্তম ও বিদেশের মাটিতে ষষ্ঠ সেঞ্চুরি পূর্ণ করেন। এরপর ১০ চার ও ২ ছক্কায় ১৩২ রানে অপরাজিত থাকেন। যদিও তিনি চারবার জীবন পেয়েছেন। ১৮ রানে প্রথম, ৪১ রানে দ্বিতীয়, ৭০ রানে তৃতীয় ও ১০৬ রানে চতুর্থবার বেঁচে যান তিনি। তার সঙ্গে ৪ চারে ৩৭ রানে অপরাজিত আছেন স্টোকস। তারা দুজন আগামীকাল দলকে কতোদূর টেনে নিতে পারেন দেখার বিষয়। নিউ জিল্যান্ডের নাথান স্মিথ ২টি উইকেট নিয়েছেন। ১টি করে উইকেট শিকার করেছেন টিম সাউদি, ম্যাট হেনরি ও ও’রুরকে।

অনলাইন আপডেট

আর্কাইভ

string(11) "18.97.9.171"