সোমবার ০২ ডিসেম্বর ২০২৪
Online Edition

অভিধান পাঠ

চঞ্চল শিহাব
আগের পর্বে বলেছিলাম, মানুষ কথা বলার সময় যখন শব্দ ব্যবহার করে তখন তার জানা বা আয়ত্বের মধ্যে আছে যে শব্দ সেটাই ব্যবহার করে। লেখার ক্ষেত্রেও একই কথা খাটে। সুন্দর করে কথা বলার গুণ ক্যারিয়ারকে নিয়ে যেতে পারে অনন্য উচ্চতায়। ছাত্রদের শিক্ষকের সঙ্গে, বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলতে হয়। কথা শুরুর আগে কী বলতে চাওয়া হচ্ছে তা গুছিয়ে নিতে হবে। প্রয়োজনে টুকরো কাগজে লিখে নেয়া যায়।  যাঁর সঙ্গে কথা হচ্ছে তিনি কথা বুঝতে পারছেন কি না, সেদিকে মনোযোগ দিতে হবে। কথা বলার ইংরেজি হচ্ছে টক  (Talk) । টক এর আরো অর্থ হচ্ছে বলা, বর্ণনা করা, বকা, কওয়া, জল্পনা করা। আবার স্পিকও (Speak) কথা বলা। এরও আরো মানে আছে : বর্ণনা করা, কথাবার্তা বলা, প্রকাশ করা, কহা। স্পিকটি নট মানে কিছু না বলা।  সে  (Say) অর্থও কথা বলা। সে- Say র আরো অর্থ হচ্ছে কথা বলা, কহা, উচ্চারণ,  বিবৃত করা, ঘোষণা করা। আজকাল অনেকে বলে এ ব্যাপারে তার কোনো সে নেই। এখানে অর্থ হচ্ছে তার কোন কথা নেই বা বক্তব্য নেই। বর্তমানে টকশো কথাটা বেশ চালু। টক মানে কথা শো মানে অনুষ্ঠান, বেতার/টিভির অনুষ্ঠান। শুধু কথা বলার যে অনুষ্ঠান। বেতারে টক দেয়াকে বলা হয় পর্যালোচনা, কথামালা ইত্যাদি। টেবিল টক মানে বৈঠকী আলোচনা। টেবিলে আলোচনা নয়। টক অব দি টাউন বলে আরেকটা কথা আছে। শহরের কথা বললে হবে না। এর অর্থ একটি দিনে বা সময়ে যে কথা খবর, ভাষণ বা ঘটনা সবার মনে দাগ কেটেছে বা প্রধান হয়ে উঠেছে তাকে বলে টক অব দি টাউন। তো দেখা যাচ্ছে কথা বা টকের নানা অর্থ বা বিষয় ভঙ্গী আছে। এবারে দেখা যাক এই ৩টি  ইংরেজি শব্দের  মানে।  Talk verb 1. speak in order to give information or express ideas or feelings;
converse or communicate by spoken words. === “the two men talked”.. Similar: speak, give voice, chat, chatter, gossip 2. have formal dealings or discussions; negotiate. ===“they won’t talk to the regime that killed their families” noun 1. communication by spoken words; conversation or discussion. === “there was a slight but noticeable lull in the talk” 2. formal discussions or negotia- tions over a period. Speak verb 1.say something in order to convey information or to express a feeling. === “in his agitation he was unable to speak” Similar: talk , state, declare, tell 2. (of behaviour, an object, etc.) serve as evidence for something. Say verb 1. utter words so as to convey information, an opinion, a feeling or intention, or an instruction. === “‘Thank you,’ he said” Similar: speak utter voice, pronounce 2. assume something in order to work out what its consequences would be; make a hypothesis. === “let’s say we pay in five thousand pounds in the first year”.   আজ এ পর্যন্তই।

অনলাইন আপডেট

আর্কাইভ

string(11) "18.97.9.171"