সোমবার ০২ ডিসেম্বর ২০২৪
Online Edition

কবিতা

উত্তম ও অধম
শেখ সাদী
অনুবাদ: সত্যেন্দ্রনাথ দত্ত

কুকুর আসিয়া এমন কামড়
দিলো পথিকের পায়
কামড়ের চোটে বিষদাঁত ফুটে
বিষ লেগে গেল তায়।

ঘরে ফিরে এসে রাত্রে বেচারা
বিষম ব্যথায় জাগে
মেয়েটি তাহার তারি সাথে হায়
জাগে শিয়রের আগে।

বাপেরে সে বলে ভর্ৎসনা ছলে
কপালে রাখিয়া হাত,
তুমি কেনো বাবা ছেড়ে দিলে তারে
তোমার কি নাই দাঁত?

কষ্টে হাসিয়া আর্ত কহিলো
“তুই রে হাসালি মোরে,
দাঁত আছে বলে কুকুরের পায়ে
দংশি কেমন করে?”

কুকুরের কাজ কুকুর করেছে
কামড় দিয়েছে পায়
তা বলে কুকুরে কামড়ানো কিরে
মানুষের শোভা পায়?

অনলাইন আপডেট

আর্কাইভ

string(11) "18.97.9.171"