সোমবার ০২ ডিসেম্বর ২০২৪
Online Edition

অভিধান পাঠ

চঞ্চল শিহাব

মানুষ কথা বলার সময় যখন শব্দ ব্যবহার করে তখন তার জানা বা আয়ত্বের মধ্যে আছে যে শব্দ সেটাই ব্যবহার করে। লেখার ক্ষেত্রেও একই কথা খাটে বা প্রযোজ্য। একজন জ্ঞানী ব্যক্তি, ধরো কোনো বিষয়ে ডক্টরেট করা বা যিনি অধ্যাপনায় নিযুক্ত আছেন, তার ভাষা ব্যবহার অন্যের চাইতে আলাদা হবে। কারণ তিনি অনেক পড়তে গিয়ে বেশি বেশি শব্দের সাথে পরিচিত হয়েছেন। ফলে লেখায় তার প্রকাশ ঘটবে। কারণ তার ভোকাবুলারি বা শব্দভাণ্ডার বেশি, লেখায় তার প্রকাশ ঘটবে। ভোকাবুলারি বাড়ানোর কোনো বিকল্প নেই। কুঁজি, কুঁজরা, কুঁদ শব্দ দিয়ে শুরু করি। বলবে এগুলো কঠিন শব্দ। তা ঠিক। কিন্তু কঠিন বলে কি জানতে হবে না? কুঁজ মানে তো অনেকেই জানো, পিঠের অস্বাভাবিক বক্রতা। কিন্তু কুঁজি? কুঁজি অর্থ চাবি। কুঁজিকাঠি যার অর্থ চাবিকাঠি। কুঁজড়া অর্থ কি? এর অর্থ ফলমূল বিক্রেতা, ঝগড়াটে, কূটিল হৃদয়। বোঝ অবস্থা! কুড়াজালি শুনতে যা-ই মনে আসুক এটা মাছ ধরার ছোট জাল। আর কুঁদ হচ্ছে ছুতারের যন্ত্র বিশেষ। ছুতার অর্থ না জানা থাকলে জেনে নাও। ছুতোর বা ছুতার বঙ্গ অঞ্চলের একটি পেশাজীবী শ্রেণীর নাম। ছুতোররা কাঠমিস্ত্রি নামেও পরিচিত, অর্থাৎ এরা কাঠের কাজ করে। ইংরেজিতে বলে কারপেন্টার। ছুতোর বা কাঠমিস্ত্রি শব্দের ইংরেজি Carpenter। সংস্কৃত সূত্রধর শব্দ থেকে ছুতোর শব্দটির উতপত্তি। যে জনগোষ্ঠী কাঠের কাজ করে জীবিকা নির্বাহ করতো তাদের সূত্রধর বা ছুতোর বলা হতো। একটি হিন্দু জাতি বিশেষের পদবি হিসেবেও সূত্রধর শব্দটি ব্যবহার করা হয়। কুঁদা, কুঁদো অর্থ হচ্ছে ১. কাঠের গুঁড়ি ২. বন্দুক ইত্যাদির কাঠের হাতল ৩. চাঙড়, স্থূল ও বড় খণ্ড। কুঁড়ে মানে কুটির, পাতা বা ঘাসে ছাওয়া ছোট ঘর। আমরা বলে থাকি কুঁড়েঘর। কুঁড়ি মানে জানোই, আফোটা ফুল, মুকুল, কলিকা। এবার ইংরেজি প্রসঙ্গ। বলছিলাম কারপেন্টারের কথা। এর নানা সমার্থক শব্দ আছে ঃ carpenter – (noun)- a person who makes and repairs wooden objects and structures. Similar: woodworker, joiner, cabinetmaker... (verb) make by shaping wood. >>> “the rails were carpentered very skil- fully”

চাবি আর চাবিকাঠি। দুটোর ইংরেজি key । চাবিকাঠি অর্থ হচ্ছে মূল বা গুরুত্বপূর্ণ। key ( noun) 1. a small piece of shaped metal with incisions cut to fit the wards of a particular lock, which is inserted into a lock and turned to open or close it. >>> “there were two keys to the cupboard” 2. each of several buttons on a panel for operating a computer, typewriter, or tele- phone. >> “press the ENTER key” (adjective) of crucial impor- tance. >>> “she became a key figure in the suffragette movement” আজ এ পর্যন্তই।

অনলাইন আপডেট

আর্কাইভ

string(11) "18.97.9.171"