ঢাকা, রোববার 10 November 2024, ২৫ কার্তিক ১৪৩১, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬ হিজরী
Online Edition

দেশে পৌঁছেছেন সাফজয়ী মেয়েরা

দেশে পৌঁছেছেন সাফজয়ী মেয়েরা

সংগ্রাম অনলাইন: সাফের শিরোপা নিয়ে আজ বাংলাদেশ সময় দুপুর আড়াইটার দিকে দেশে পা রাখেন সাবিনা-ঋতুপর্ণারা।

গতাকল বুধবার (৩০ অক্টোবর) ফাইনালে কাঠমুন্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারায় সাবিনা খাতুনের দল। 

 

টানা দ্বিতীয়বার সাফ জয়ের আনন্দ সারা দেশের মানুষের সাথে ভাগাভাগি করে নেয়ার প্রস্তুতি সারা হয়েছে। আয়োজন করা হয়েছে ছাদখোলা বাসে সংবর্ধনার। 

 

শিরোপা নিয়ে বিমানবন্দর থেকে সরাসরি বাংলাদেশ ফুটবল ফেডারেশনে যাবেন সাফজয়ীরা। সেখানে বিকেল ৫টার দিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া খেলোয়াড়দের সাথে দেখা করবেন।

 

তবে রাজনৈতিক পটপরিবর্তনে বাংলাদেশে বদলে গেছে অনেক কিছুই। বদল এসেছে বাফুফের কমিটিতেও। প্রায় দেড় যুগ পর নতুন সভাপতি পেয়েছে বাফুফে। আর সেই বদলে যাওয়া বাংলাদেশে আরও একবার সাফ জিতে মাথা উঁচু করে শিরোপা নিয়ে দেশে ফিরছেন সাবিনা খাতুনরা। তাই তাদেরকে আরও একবার ছাদখোলা বাসে দেওয়া হবে সংবর্ধনা। 

 

অনলাইন আপডেট

আর্কাইভ

string(13) "44.211.34.178"