চীনে বিএনপির আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
সংগ্রাম অনলাইন: চীন থেকে এসএম আল-আমিন: চীন প্রবাসী বাংলাদেশীদের নিয়ে গুয়াংজুতে চীন শাখা বিএনপির উদ্যোগে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ প্রীতি টুর্নামেন্ট ২০২৪ আয়োজন করা হয়েছিল গতকাল মঙ্গলবার।
গুয়াংজু একাদশের বিপক্ষে শেনজেন একাদশ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। দুই শতাধিক প্রবাসী বাংলাদেশী এই টুর্নামেন্টে দর্শক হিসাবে মাঠে থেকে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন। খেলায় শেনজেন একাদশ বিজয়ী হয়।
বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরন করেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ চীন শাখার আহ্বায়ক আসিফ হক রুপু। পুরষ্কার বিতরন শেষে উপস্থিতিদের উদ্দেশ্য সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য এবং জিয়া পরিবারের সবার জন্য দোয়া চেয়ে তিনি বলেন, এই টুর্নামেন্ট শুধু ক্রীড়ামূলক প্রতিযোগিতা নয়, এটি প্রবাসী বাংলাদেশীদের মধ্য ভ্রাতৃত্ব, সম্প্রীতি এবং একতা বৃদ্ধির মাধ্যম।
এছাড়াও অন্যান্যদের মধ্য উল্লেখযোগ্য আরো উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ চীন শাখার সদস্য সচিব রুহুল আমীন, যুগ্ম আহ্বায়ক ওয়ালীউল্লাহ, বিএনপি নেতা সাখাওয়াত হোসেন কানন, হোসাইন মোহাম্মদ সাখাওয়াত, মাহবুবুর রশিদ, নাদিম মোহাম্মদ, আহমাদ আলী মৃধা প্রমূখ।