ঢাকা, সোমবার 13 October 2024, ২৮ আশ্বিন ১৪৩১, ৯ রবিউস সানি ১৪৪৬ হিজরী
Online Edition

ছাত্র-জনতার ওপর হামলা: কিশোরগঞ্জে আ. লীগ নেতা আফজলসহ গ্রেপ্তার ৫

সংগ্রাম অনলাইন: কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলার আসামি পাঁচ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) দিনগত গভীর রাত এবং বুধবার (২ অক্টোবর) সকালে নিজ নিজ বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া অন্য চার আসামি হলেন-কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক ভুঁইয়া মোতাহার, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি ও জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম খান মাছুম।

র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির ও কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।  

এদিকে বুধবার (২ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারকৃত আসামিদের কিশোরগঞ্জ-১ নম্বর আদালতে হাজির করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র দুজনের জামিন মঞ্জুর করে বাকি তিন আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।  

জামিনপ্রাপ্ত আসামিরা হলেন-কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি ও জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম খান মাছুম।

অনলাইন আপডেট

আর্কাইভ

string(12) "35.173.48.18"