আলহাজ্ব কাজী আব্দুল কাদেরের ২২তম মৃত্যুবার্ষিকী
বৃটিশ বিরোধী আন্দোলনের বীর সৈনিক, বাংলাদেশ মুসলিম লীগের সাবেক সভাপতি, সাবেক মন্ত্রী, উত্তরবঙ্গের সিংহপুরুষ জননেতা আলহাজ্ব কাজী আব্দুল কাদেরের ২২তম মৃত্যুবার্ষিকী আজ ২রা অক্টোবর। এ উপলক্ষে আজ বুধবার বিকাল ৩টায় বাংলাদেশ মুসলিম লীগ নয়াপল্টনস্থ দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে মরহুমের ঘটনাবহুল জীবনের উপর আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করবেন মুসলিম লীগের নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদার, বক্তব্য রাখবেন দলীয় মহাসচিব আলহাজ্ব কাজী আবুল খায়ের, স্থায়ী কমিটির সদস্য আতিকুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন আবুড়ী, সহসভাপতি আফতাব হোসেন মোল্লা, অতিরিক্ত মহাসচিব আকবর হোসেন পাঠানসহ বিভিন্ন রাজনৈতিক জাতীয় ও দলীয় নেতৃবৃন্দ। দলীয় মহাসচিব উক্ত দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য মুসলিম লীগের প্রত্যেকটি ইউনিটের প্রতি বিশেষভাবে অনুরোধ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।