রবিবার ১৩ অক্টোবর ২০২৪
Online Edition

দৈনিক সংগ্রামের চিফ রিপোর্টার হলেন সামছুল আরেফীন

গতকাল মঙ্গলবার  দৈনিক সংগ্রামের মরহুম চীফ রিপোর্টর রুহুল আমিন গাজীর শূন্য পদে দায়িত্ত গ্রহণ করেন সিনিয়ির রিপোর্টার শামছুল আরেফিন                                                               -সংগ্রাম

স্টাফ রিপোর্টার: সিনিয়র রিপোর্টার সামছুল আরেফীনকে দৈনিক সংগ্রাম-এর চিফ রিপোর্টার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে তাকে নিয়োগ দেয়া হয়। সামছুল আরেফীন দুই যুগের বেশি সময় ধরে দৈনিক সংগ্রামে রিপোটির্ং বিভাগে কাজ করে আসছেন। 

সামছুল আরেফীন ১৯৯৮ সালে ঢাকা বিশ^বিদ্যালয় রিপোর্টার হিসেবে দৈনিক সংগ্রামে কাজ শুরু করেন। ২০০৪ সাল থেকে তিনি স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন। সম্প্রতি দৈনিক সংগ্রামের বিশেষ প্রতিনিধি ও চিফ রিপোর্টার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী ইন্তিকাল করেন। এরপর কর্র্তৃপক্ষ সামছুল আরেফীনকে চিফ রিপোর্টার হিসেবে তার শূন্যপদে নিয়োগ প্রদানের সিদ্ধান্ত নেয়। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল মঙ্গলবার বিকেলে ভারপ্রাপ্ত সম্পাদক সাজজাদ হোসাইন খান স্বাক্ষরিত নিয়োগপত্র প্রদান করা হয়। সন্ধ্যায় সহকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করেন। এ সময় ভারপ্রাপ্ত সম্পাদক সাজজাদ হোসাইন খান, বার্তা সম্পাদক (চলতি দায়িত্ব) সাদাত হোসাইন, সিনিয়র সাব-এডিটর আশরাফুল ইসলাম ও শফিকুল ইসলাম চৌধুরী, বিএফইউজের সাবেক দপ্তর সম্পাদক আবু ইউসুফ, হিসাব রক্ষণ কর্মকর্তা রাশেদুল ইসলাম এবং সহকর্মীরা উপস্থিত ছিলেন। ব্যক্তিগত জীবনে সামছুল আরেফীন বিবাহিত, এক মেয়ে ও এক ছেলের জনক। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। কর্মক্ষেত্রে শুভাকাক্সক্ষী ও কলাকুশলীদের দোয়া, ভালোবাসা এবং সহযোগিতা কামনা করেন সামছুল আরেফীন।

অনলাইন আপডেট

আর্কাইভ

string(12) "35.173.48.18"