ঢাকা, সোমবার 13 January 2025, ২৯ পৌষ ১৪৩১, ১২ রজব ১৪৪৬ হিজরী
Online Edition

 ২৬ তারিখ নিয়ে যা জানা গেল  

২৬ তারিখ কী ঘটবে

সংগ্রাম অনলাইন: ২৬ তারিখ কী ঘটবে, কেন এত আলোচনা! এই প্রশ্নে সয়লাব ফেসবুক। ২৬ সেপ্টেম্বর নিয়ে নানা গুঞ্জন চলছে যোগাযোগমাধ্যমে গুলোতে।  কেউবা রসিকতা করছেন; আবার কারও কারও পোস্টে সরল জিজ্ঞাসা ‘কী হবে ওইদিন?’ 

ফেসবুকে এক নেটিজেন লিখেছেন, ‘২৬ তারিখ কি চট করে শেখ হাসিনা ঢুকে পড়বেন?’ আরেকজন লিখেছেন, ‘২৬ তারিখ নাকি অনেকে কোটিপতি হবে!’ 

ফেসবুকে ২৬ তারিখ লিখে সার্চ দিলেই বোঝা যায় কি-ওয়ার্ডটি কতটা ট্রেন্ডিং। সার্চ রেজাল্টে ফেসবুক প্রথমেই দেখাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমটির এক লাখ ৫০ হাজার ব্যাবহারকারী এই বিষয়টি নিয়ে কথা বলছে।

এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা যায়, টেলিগ্রামভিত্তিক একটি গেম নিয়ে আলাপ হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। গেমটির নাম হামস্টার কমব্যাট। যেখানে বিভিন্ন টাস্ক পূরণ করে গেমস কারেন্সি (কয়েন, কি ইত্যাদি) অর্জন করা যায়।

তারা দাবি করেছেন, ২৬ তারিখে এই গেমটির কয়েনগুলোকে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করা যাবে বলে গেমসটির নির্মাতারা জানিয়েছেন। তবে এর সত্যতা যাচাই করা যায়নি।

কেউ কেউ বলছেন টেলিগ্রামভিত্তিক এমন অ্যাপ অনেক আছে। মাঝেমধ্যেই তারা তাদের গেমস কারেন্সি ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তরের সুযোগ দিয়ে থাকে। তবে টিকটকের কারণে হামস্টার কমব্যাট বেশি পরিচিতি পেয়েছে।

 

অনলাইন আপডেট

আর্কাইভ

string(11) "18.97.14.89"