শনিবার ০৭ সেপ্টেম্বর ২০২৪
Online Edition

সাকিবের ব্যাপারে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবেন শান্ত

স্পোর্টস রিপোর্টার: পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। পাকিস্তানকে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ করার পরপরই তিনি অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে মুঠোফোনে পুরো দলকে অভিনন্দন জানান। ওই সময় শান্তদের নিজের বাসভবনে আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। গতকাল রাতে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে দলের সাথে ফিরেননি সাকিব আল হাসান। সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার পর তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে আইনি নোটিশও পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। এই ঘটনায় সতীর্থদের পাশে পাচ্ছেন সাকিব। বিমানবন্দরে নেমে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে সাকিবের ইস্যুটি নিয়ে কথা বলবেন তিনি। শান্ত বলেছেন, ‘প্রধান উপদেষ্টার সঙ্গে তো কথা হয়েছে। উনি দেখা করতে চেয়েছেন। সাকিব ভাইয়ের বিষয়টি ভিন্ন একটি বিষয়। 

অনলাইন আপডেট

আর্কাইভ