মঙ্গলবার ০৩ ডিসেম্বর ২০২৪
Online Edition

ক্রীড়া উপদেষ্টার সাথে সার্চ কমিটির সৌজন্য সাক্ষাৎ  

স্পোর্টস রিপোর্টার: দেশের অন্য সকল ক্ষেত্রের মতো ক্রীড়াঙ্গনেও রয়েছে অনেক অসঙ্গতি। সেই অনিয়ম দূর করে উন্নয়নের লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় গত বৃহস্পতিবার ৫ সদস্যের সার্চ কমিটি গঠন করেছে। সার্চ কমিটি আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর আগে গতকাল সকালে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে প্রায় এক ঘন্টা সার্চ কমিটি যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে নানা বিষয় আলাপ করেছেন। উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সার্চ কমিটির আহ্বায়ক জোবায়েদুর রহমান রানা বলেন, ‘কমিটির পাঁচ জনই উপস্থিত ছিলাম। ক্রীড়াঙ্গন সংস্কার ও সঠিক নির্দেশনার জন্য উপদেষ্টা আমাদের প্রতি আস্থা রেখেছেন। তিনি ক্রীড়াঙ্গনে সুষ্ঠু নিয়মতান্ত্রিক চর্চা প্রত্যাশা করেন। আমাদের প্রতি আস্থা রাখায় তাকে ধন্যবাদ জ্ঞাপন করেছি। গত বৃহস্পতিবার কমিটি গঠন হলেও এখনো আনুষ্ঠানিক সভা অনুষ্ঠিত হয়নি। কমিটির আহ্বায়ক জোবায়ের রহমান রানা ব্যক্তিগত কাজে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন বুধবার সকালে। দেশে ফিরেই বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদে যান। এদিন সকালে পুরো কমিটি নিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। রোববার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে সার্চ কমিটির প্রথম আনুষ্ঠানিক সভা হওয়ার কথা রয়েছে। ফেডারেশন/এসোসিয়েশনের কার্যক্রম মূল্যায়ন, গঠনতন্ত্র, নির্বাচন পদ্ধতি পর্যালোচনাসহ অনেক কিছুই সার্চ কমিটির আওতাধীন। রোববারের প্রথম সভায় গুরুত্বের ভিত্তিতে বিষয় নির্বাচনের কথা জানালেন আহ্বায়ক, ‘আমরা প্রথম সভায় আলোচনা করে প্রায়োরিটি তালিকা করবো। সেই তালিকা অনুযায়ী কাজগুলো এগিয়ে নেব।’ ফুটবল, ক্রিকেট বাদে অধিকাংশ ফেডারেশন ৫ আগস্ট পরবর্তী সময়ে অনেকটা নিষ্ক্রিয়। জেলা-বিভাগীয় কমিটি ভেঙ্গে দেয়ায় ফেডারেশন কর্তারাও শঙ্কায় আছেন কখন কি হয়। ফলে খেলাধূলা আয়োজনে তাদের মনোযোগ নেই। সার্চ কমিটি গঠনের পর ক্রীড়াঙ্গনের সবার কৌতূহল। সেই কৌতূহল মেটাতে সপ্তাহে এক দিন প্রেস ব্রিফিংয়ের পরিকল্পনা সার্চ কমিটির, ‘এই কমিটির প্রতি ক্রীড়াঙ্গনের প্রত্যাশা অনেক। আমরা প্রতি সপ্তাহে একদিন মিডিয়া ব্রিফিংয়ের মাধ্যমে আমাদের কর্মকান্ডের অগ্রগতি অবহিত করব। যাতে ফেডারেশন ও ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গ ধারণা পায়। চলমান কার্যক্রম সচল রাখাও প্রয়োজন’ বলেন আহ্বায়ক। জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে সচিবের পাশের মিনি কনফারেন্স কক্ষে সার্চ কমিটির অফিস করা হয়েছে। আগামী দুই মাস সার্চ কমিটি বেশ কয়েকটি সভা করবে। কমিটির সদস্যরা সশরীরে সভায় উপস্থিত থাকতে না পারলে ভিডিও কনফারেন্সে যুক্ত থাকতে পারবেন। এই সভায় সাচিবিক সহায়তা প্রদান করবেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ক্রীড়া। তারা দুই জনও এদিন উপদেষ্টার সঙ্গে সার্চ কমিটির সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন।

অনলাইন আপডেট

আর্কাইভ

string(11) "18.97.14.80"