ঢাকা, শনিবার 7 September 2024, ২৩ ভাদ্র ১৪৩১, ৩ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী
Online Edition

দেশে ফিরে যা বললেন শান্ত, ছিল সাকিব প্রসঙ্গও

সংগ্রাম অনলাইন: লাল বলের ক্রিকেটে বাংলাদেশের সাম্প্রতিক অতীতের অভিজ্ঞতা কেবলই হতাশার। গত মার্চে শ্রীলঙ্কার কাছে বিধ্বস্ত হয়েছিলো টাইগাররা। তাই খুব কম মানুষই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন। এমনকি সেখানে গিয়ে ড্র করে আসাটাও বাংলাদেশের অর্জন হিসেবেই দেখা হতো।

সব হিসেব পাল্টে দিয়ে পাকিস্তানকে ঘরের মাঠে লজ্জায় ডুবিয়েছে টাইগাররা। টেস্ট স্ট্যাটাস অর্জনের ২৪ বছর পর পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ ও সিরিজ জিতেছে বাংলাদেশ। প্রথম টেস্টে ১০ উইকেটের বিশাল জয়ের পর দ্বিতীয় টেস্টেও স্বাগতিকদের পাত্তা দেয়নি বাংলাদেশ।

এমন জয়ের পর ক্রিকেটাররা সবাই আনন্দ উচ্ছ্বাসে মেতেছিলেন। বিশেষ এই জয়টা উদযাপনও করেছেন একটু ভিন্ন ভাবে এমনটাই বলেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার কাছে পুরো সফরটাই উপভোগের ছিল।

দেশে ফিরে সিরিজ জয়ের অভিজ্ঞতা বলতে গিয়ে শান্ত বলেছেন, 'এইরকম অর্জনের পর স্বাভাবিক ভাবেই সেলিব্রেশনটা একটু অন্যরকম থাকে। জেতার পর ড্রেসিংরুমে সবাই সেলিব্রেট করেছে। হোটেলে যাওয়ার পরও সেলিব্রেশন থামেনি। পুরো জার্নিটাই আসলে আনন্দের ছিলো। পাকিস্তানে পুরো সময়টা আমরা অনেক উপভোগ করেছি।'

'সিরিজ জয়টা অনেক স্পেশাল ছিলো আমার কাছে। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়, বাংলাদেশের সব থেকে বড় অর্জন। মুহুর্তটাকে ভালো ভাবে উপভোগ করার জন্য মনে হলো যে ট্রফিটা নিয়েই ঘুমাই। এটাই আর কি, কাউকে দেখে না … লিওয়েন মেসিকে দিয়ে শুরু হয়েছিলো…..।’-যোগ করেন তিনি।

এদিকে এমন জয়ের পর দলকে অভিনন্দন জানিয়ে সংবর্ধনা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুছ। সাকিব আল হাসানের মামলা বিষয়ে অধিনায়ক  শান্ত বললেন, সেখানে সুযোগ পেলে সাকিবের কথা বলবেন তিনি।

বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, 'সাকিব ভাইয়ের ব্যাপারটি, এটি ভিন্ন একটি ব্যাপার। তবে প্রত্যেক খেলোয়াড় সাকিব ভাইয়ের পাশে আছে। এটা আমরা সবাই জানি যে, সাকিব ভাই খেলার জন্য কতটা নিবেদিত এবং খেলার জন্য কতটা পাগল। সবসময় দলের জন্য চিন্তাভাবনা করে থাকেন। যখন দেখা হবে (প্রধান উপদেষ্টার সঙ্গে), এটা নিয়ে যদি কথা ওঠে… প্রতিটি খেলোয়াড় সাকিব ভাইয়ের পাশে আছে।'

অনলাইন আপডেট

আর্কাইভ