ঢাকা, সোমবার 4 November 2024, ১৯ কার্তিক ১৪৩১, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬ হিজরী
Online Edition

৮০০ জনের শহীদদের নামের তালিকা পাওয়া গেছে: নাহিদ ইসলাম

এ পর্যন্ত ৮০০ জনের শহীদদের নামের তালিকা পাওয়া গেছে।

সংগ্রাম অনলাইন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহিদদের তালিকা করা হচ্ছে। এ পর্যন্ত ৮০০ জনের শহীদদের নামের তালিকা পাওয়া গেছে।

গতকাল বুধবার মিরপুরের পাইকপাড়ায় ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত কলেজশিক্ষার্থী আহনাফের বাসায় যান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। সেখানে আহনাফের পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করতে হয়েছে। গণঅভ্যুত্থানে ছাত্ররা যেভাবে রাস্তায় নেমে এসেছিল, তাদের আত্মত্যাগের ফলে আজ আমরা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি।

উপদেষ্টা বলেন, আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের দেশ মনে রাখবে। নাম না জানা অনেক ছাত্র-জনতা এ আন্দোলনে শহীদ হয়েছেন। তাদের তালিকা করা হচ্ছে। এখন পর্যন্ত ৮০০ জনের নাম পাওয়া গেছে।

 

অনলাইন আপডেট

আর্কাইভ

string(14) "44.210.149.218"