শনিবার ০৭ সেপ্টেম্বর ২০২৪
Online Edition

সকল ফেডারেশনের সভাপতিসহ কমিটি ঢেলে সাজানোর দাবি  

স্পোর্টস রিপোর্টার: দেশের ক্রীড়া ফেডারেশনগুলোতে বিগত আওয়ামী লিগ সরকারের নেতা কর্মীরা এখনও দায়িত্ব পালন করে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া মন্ত্রনালয়ের দায়িত্ব নেয়ার পরপরই জেলা,বিভাগ ও উপজেলা ক্রীড়া সংস্থাগুলোর কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠনের উদ্যোগ নিয়েছেন। ফেডারেশনগুলোর কার্যক্রম খতিয়ে দেখতে করেছেন সার্চ কমিটি। যদিও সার্চ কমিটির আহবায়ক নিয়ে আপত্তি উঠেছে। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের বর্তমান সহ-সভাপতি যোবায়দুর রহমান রানাকে সার্চ কমিটির প্রধান করায় জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক এব্যাপারে সচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন।নানা অনিয়ন,দূনীতির ঢালাও অভিযোগ তুলে প্রায় বিভিন্ন ফেডারেশনের বৈষম্যের শিকার ক্রীড়াবিদ ও সংগঠকরা প্রতিবাদ জানিয়ে আসছে। জাতীয় ক্রীড়া পরিষদ ও ক্রীড়া মন্ত্রনালয়ে জমা দিচ্ছে স্মারকলিপি। এরই মধ্যে তিনটি ফেডারেশনের সভাপতিকে অপসারন করা হয়েছে।অর্ন্তবর্তীকালীন সরকার ১ সেপ্টেম্বর দাবা, কাবাডি ও ব্রীজ ফেডারেশনের সভাপতিকে অপসারণ করেছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এক অফিস আদেশে জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ এট ২২ ধারা মোতাবেক এই তিন সভাপতিকে অপসারণ করেছে। তারা হলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি ছিলেন পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ। কাবাডি ফেডারেশনের সভাপতি ছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আব্দুল্লাহ আল চৌধুরি মামুন। ব্রীজ ফেডারেশনের সভাপতি জাহাঙ্গীর আলম।তাদের স্থলে এখনও কাউকে নিয়োগ দেয়া হয়নি।

অনলাইন আপডেট

আর্কাইভ