মঙ্গলবার ০৩ ডিসেম্বর ২০২৪
Online Edition

ট্রফি নিয়ে মেসির মতো পোজ অধিনায়ক শান্তর

স্পোর্টস রিপোর্টার: পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ইংল্যান্ডের পর দ্বিতীয় দল হিসেবে নিজেদের মাটিতেই পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয় করা বাংলাদেশ দলের অধিনায়ক ট্রফি নিয়ে ঘুমানোর একটি ছবি নিজের অফিশিয়াল পেইজে শেয়ার করেন। আর ক্যাপশনে তিনি লিখেন, ‘শুভ সকাল।’ তার দেয়া এই পোস্টে ভক্তরা জানিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকের কাছে বিষয়টি ভালো লাগলেও অনেকে করেছেন সমালোচনা। অনেকে শান্ত ও বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন। কেউ কেউ মেসির অনুকরণ না করে সৃজনশীল কিছু করার পরামর্শ দিয়েছেন বাংলাদেশের তিন ফরম্যাটের এই অধিনায়ককে। তবে শুধু নেতিবাচক কমেন্ট না, অনেকেই শান্ত ও বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন। একজন লিখেছেন, ‘মেসির ছোটভাই। অভিনন্দন ভাই। আরো বিজয় দেখতে চাই।’ আরেকজন কমেন্ট করেছেন, ‘ট্রফি বুকে জড়িয়ে ঘুম কেমন হলো ক্যাপ্টেন? এমন আরও প্রচুর ছবি দেখতে চাই।’ প্রথম টেস্টে ১০ উইকেটে জয়ের পর দ্বিতীয় টেস্টে বাংলাদেশ জিতে ৬ উইকেটে। রাওয়ালপিন্ডিতে টস হেরে প্রথম ইনিংসে ২৭৪ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। এরপর নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ করে ২৬২ রান। পাকিস্তান পরের ইনিংসে ১৭২ রানে অলআউট হলে ১৮৫ রানের লক্ষ্য দাঁড়ায় বাংলাদেশের সামনে। এই রান সহজেই তাড়া করে ফলে বাংলাদেশ। সঙ্গে সিরিজও নিজেদের কর নেয় তারা। ২০২২ সালে কাতারে স্বপ্নের বিশ্বকাপ জিতেছিলেন লিওনেল মেসি। এতে ফুটবলে বর্ণাঢ্য ক্যারিয়ারের ষোলকলা পূর্ণ হয় আর্জেন্টাইন এই কিংবদন্তির। শ্বাসরুদ্ধকর ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। সেই রাতে বিশ্বকাপের ট্রফি কোলে নিয়েই ঘুমান মেসি। ট্রফি নিয়ে ঘুমন্ত মেসির সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ট্রফির সঙ্গে মেসির কতটা আবেগ জড়িত, সেই ব্যাখ্যা-বিশ্লেষণে কয়েকদিন মজেছিল ফুটবলপ্রেমীরা।

অনলাইন আপডেট

আর্কাইভ

string(11) "18.97.14.80"