মঙ্গলবার ০৩ ডিসেম্বর ২০২৪
Online Edition

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় বিশ্বাস করা কঠিন -----------বিসিবি সভাপতি

স্পোর্টস রিপোর্টার: বিসিবি সভাপতি হিসেবে দারুণ অভিষেক হলো জাতীয় দলের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদের। ফারুক আহমেদ দেশের ক্রিকেটের অভিভাবকের গুরু দায়িত্ব কাঁধে পাওয়ার পর পাকিস্তান সফরে টিম বাংলাদেশ পেলো অবিস্মরণীয় সাফল্য। ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করলো স্বাগতিকদের। সেই ১৫ বছর আগে তারকা ও প্রতিষ্ঠিত পারফরমারবিহীন নাম সর্বস্ব ওয়েস্ট ইন্ডিজের পর টেস্টে এবারই প্রথম দেশের বাইরে ক্রিকেটের কোন পরাশক্তিকে টেস্টে ‘বাংলাওয়াশ’ করলো বাংলাদেশ জাতীয় দল। ২৪ বছরের টেস্ট ইতিহাসে প্রথম কোন পূর্ণশক্তির প্রতিষ্ঠিত দলকে চরমভাবে পর্যদুস্ত করার রেকর্ড গড়লো বাংলাদেশ।২১ আগস্ট বিসিবি সভাপতির চেয়ারে বসার পর দু’সপ্তাহ না যেতেই জাতীয় দলের এমন ঐতিহাসিক ও উদ্ভাসিত সাফল্য- এর চেয়ে ভাললাগার আর কি হতে পারে? ফারুক আহমেদ এখন দেশের বাইরে; দুবাইতে। সেখান থেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।বিসিবি সভাপতি বলেন, ‘দারুন। দুর্দান্ত- যাই বলুন না কেন কম বলা হবে। সত্যিই অবিস্মরণীয় বিজয়। বিশ্বাস করা কঠিন। আমাদের টেস্টে যে ট্র্যাক রেকর্ড, তাতে এমন সাফল্য রীতিমত অবিশ্বাস্য।প্রথম টেস্ট জয়ের পরই বলেছিলাম আমরা এত ভাল ক্রিকেট টেস্টে কবে খেলেছি, মনে করতে পারছিনা। পুরো দল একটা ইউনিট হিসেবে খেলেছে।’ আর প্রথম টেস্টের পর শেষ টেস্টে যেটা হলো, সেটা আরও দারুন। লড়াই করা এক জয়। একদম তলানিতে পড়ে গিয়েও হতোদ্যম না হয়ে লড়াই- সংগ্রামের মধ্য দিয়ে ঘুরে দাঁড়ানো এবং শেষ পর্যন্ত বিজয়ীর বেশে মাঠ ছাড়া। দেখে যেটা মনেহলো যে, আমরা এখন টেস্ট জেতার অভ্যাস তৈরি করতে শিখেছি। প্রতিকুলতাকে অতিক্রম করার মানসিকতা তৈরি হয়েছে। যা দেখে অবশ্যই আমি খুশি। দারুন ভাল লাগছে। অন্যরকম ভাললাগার পরশ জেগেছে ভেতরে। আমি সত্যিই খুব খুশি। ছেলেদের অভিনন্দন।

অনলাইন আপডেট

আর্কাইভ

string(11) "18.97.14.81"