সোমবার ১৩ জানুয়ারি ২০২৫
Online Edition

রিমান্ডে গুরুতর অসুস্থ জামায়াত নেতা মোবারক হোসাইন  

 

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন গুরুতর অসুস্থ। রিমান্ডে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়লে পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করে। এখন চিকিৎসরা তাকে ৭ দিনের পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবী এডভোকেট আবদুর রাজ্জাক। 

তিনি জানান, মোবারক হোসাইনকে গত ২২ জুলাই তার বাসা থেকে গ্রেফতার করে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। পরে ২০ জুলাই ধানমন্ডি থানায় দায়ের করা ১৬(৭)২৪ নং মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে ২৬ জুলাই আদালতে হাজির করা হয়। এ সময় পুলিশ ৭ দিনের রিমান্ড চাইলে আদালত তাকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে নেয়ার পরদিনই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে পুলিশ তাকে হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করায় বলে মামলার তদন্ত কর্মকর্তা আদালতকে জানিয়েছেন। 

চিকিৎসকরা তাকে ৭ দিন পূর্ণবিশ্রামের পরামর্শ দিয়েছেন বলে উল্লেখ করেন এডভোকেট আবদুর রাজ্জাক।

অনলাইন আপডেট

আর্কাইভ

string(11) "18.97.14.89"