বুধবার ২২ জানুয়ারি ২০২৫
Online Edition

রিজার্ভ ডের সূচি নিয়ে বিপাকে আইসিসি  

স্পোর্টস ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দুটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। কিন্তু এ নিয়ে বিপাকে পড়তে হয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাকে। সূচি অনুযায়ী ২৭ জুন বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনাল। ভেন্যু ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো। দ্বিতীয় সেমিফাইনাল মাঠে গড়াবে একই দিন বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়, ভেন্যু গায়ানাতারপর ২৯ জুন সাড়ে আটটায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল মাঠে গড়াবে। ফাইনাল ম্যাচের ভেন্যু বার্বাডোজ। আইসিসি তাদের মিডিয়া বার্তায় জানায়, ‘আইসিসির সভায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে রিজার্ভ ডে রাখার সিদ্ধান্ত হয়েছে। বৃষ্টি বা আবহাওয়ার কারণে যদি দ্বিতীয় সেমিফাইনালটি রিজার্ভ ডেতে যায় তাহলে ফাইনালের আগে ২৪ ঘণ্টাও বিরতি পাবে না যেকোনো একটি দল। যার প্রভাব ফাইনালে তাদের পারফরম্যান্সেও পড়তে পারে। আইসিসির পরিকল্পনা অনুযায়ী, প্রথম সেমিফাইনাল ম্যাচটি রিজার্ভ ডেতে গেলে ২৮ জুন বাংলাদেশ সময় ভোরে অবিশিষ্ট অংশ মাঠে গড়াবে। আর যদি দ্বিতীয় সেমিফাইনাল রিজার্ভ ডে’তে যায়, সেটি ২৮ জুন বাংলাদেশ সময় রাতেই শেষ করা হবে।তারপর আবার ২৯ জুন বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় খেলতে হবে ফাইনাল। সমস্যা হচ্ছে, এই কম সময়ের মধ্যে এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে ভ্রমণও করতে হবে দ্বিতীয় সেমিফাইনালে জয়ী দলকে।

অনলাইন আপডেট

আর্কাইভ