সোমবার ১৩ মে ২০২৪
Online Edition

সুমন রায়হান এর ‘রোদে ভাজা বোধ’

আবুল খায়ের নাঈমুদ্দীন

কাঁচা ইট পাকা হয় পোড়ালে তা আগুনে বইটি হাতে নিয়েই সুকুমার রায়ের ছড়া কথা মনে পড়ে গেল। ছড়াকার সুমন রায়হানও কাঁচা বোধ রোদে পুড়িয়ে পাকানোর ছন্দময় চেষ্টা করেছেন।

নামকরণ কাব্যিক। বইয়ের কভারে আছে লাল লোহিত সাগরের বুকে মিনারের দৃশ্য। যেন নির্ভেজাল রোদে পুড়ে বোধের প্রাপ্তিতে এসেছে এই রং।

এ গ্রন্থে ছোটবড় ৮৮টি ছড়া স্থান পেয়েছে। এখানে কবি বিশ্বাসের প্রেম বিনিময় যেমন করেছেন তেমনি সমাজের অনিয়ম অসংগতি সম্পর্কে পাঠককে জাগ্রত করতে চেয়েছেন। যিনি মনে প্রাণে যা ধারণ করেন তার লেখায়ও তাই ধরা পড়ে। লেখকের পুলসিরাত নামক কবিতাটিতে তার একত্ববাদ ও পরকালীন বিশ্বাসের চূড়ান্ত প্রকাশ ঘটেছে এভাবে-

চুলের চেয়েও চিকন এবং হিরার চেয়েও ধার

পুলসিরাতের পুল তুমি ক্যামনে হবে পার।

থাকো যদি ভুল সীরাতে পার পাবে না পুলসিরাতে

সময় থাকতে ফিরে আসো সোজা এবং মূল সীরাতে।

পৃথিবীটা থামে নাই কবিতায় পরকালীন জীবন গঠনের প্রতি গুরুত্ব দিয়েছেন। আফসোসের সুরে বলেছেন-

এমন তোমার জীবন যাপন সামনে যেন কবর নাই

পূর্ব পুরুষ কোথায় আছে যাদের কোন খবর নাই।

মানুষের পরিচয় ও ভিত্তি দাঁড়ায় মৌলিক বিশ্বাসের ওপর।

ছোট খাটো মতভেদ ভুলে তিনি উদার বয়ান কবিতায় সকল মুসলিমকে মৌলিক বিশ্বাসের ওপর এক হওয়ার আহ্বান জানিয়েছেন।

এই লোক নাভিতে ঐ লোক বুকে হাত বাঁধে সালাতে - চলুক

এই লোক আস্তে ঐ লোক জোরে আমীন বলে ফাতেহায়- বলুক।

এভাবে সুন্দর সুন্দর উপমায় তিনি সামাজিক দিক নির্দেশনাও দিয়েছেন।

মেহমানের সাথে কেমন ব্যবহার করা দরকার এবং মেহমান কারো বাসায় ফল নিয়ে গেলে দেখা গেলো মেহমানকেই তা থেকে দেয়া হয় না। তিনি সুন্দর করে তা উপস্থাপন করেছেন।

ভুলিও না জল দিতে তার আনা ফল দিতে

লাগাবে না দরোজাটা চলে যাওয়া দেখো ভাই

যেতে যেতে বলে যেন ভালো তুমি থেকো ভাই।

বেচারা পুরুষকে নিয়ে লিখেছেন ভিন্ন স্বাদের ছড়া পুরুষ। 

পুরুষকে নয় যোগ্যতাকে সবাই দেখি ভালোবাসে

সামর্থ্য না থাকলে তার কজন বল কাছে আসে?

এই সমাজে নামক ছড়ায় অসংগতির সাহসী উচ্চারণ-

এই সমাজ নষ্ট সমাজ বিয়ে করতে ভয় দেখায়

নাটক নভেল সিনেমাতে অবৈধ সব প্রেম শেখায়,

বিয়েটাকে কঠিন করে ব্যভিচারে নাম লেখায়।

এই সমাজ আজব সমাজ বহুগামীর পথ খোলা,

নানা রকম আইনী প্যাঁচে দ্বিতীয় বিয়ের মত ঘোলা।

ভালো কাজে বাধা দেয়া, সমালোচনা করা লোকদের নিয়ে লিখেছেন  পরাজয় মানব না।

ভালোবেসে ভাল কাজে যখনই হাত দেই

মানুষের আচরণে মন চায় বাদ দেই। এভাবে প্রতিবাদ করেছেন বিভিন্ন ছড়ায়।

সমাজ সচেতনতা ও শিক্ষামূলক ছড়ার পাশাপাশি আত্মকথনও ওঠে এসেছে কিছু লেখায়। তেমন একটি ছড়া- লেখার সময়। 

গার্মেন্টসে চাকরি করে কখন আপনি লেখেন ভাই?

হর হামেশা এমনতরো প্রশ্ন আমি শুনতে পাই।...

ফজরেরই আগে পরে ঘন্টা দুয়েক একান্ত

সেই সময়ে মহান প্রভু একটা কিছু লেখানতো।

আবার লাইক কমেন্টের খেলা ছড়ায় রোদ ছড়িয়েছে আমাদের বোধে, মননে-

লাইক কমেন্ট করেন না যে আপনি আমার পোস্টে?

এমন আজব ম্যাসেজ দেখে দেইনি কামড় রোস্টে।

গোপন কথা’ ছড়ায় এসেছে এভাবে-

বয়সটাকে ধরে রাখার গোপন কথা বলেন ভাই

লোকের মুখে মাঝে মাঝে এমন কথা শুনতে পাই।

রাজনৈতিক বিনোদন রয়েছে ‘খেলা হবে’ ছড়ায়। এখানে তিনি কৌশলে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন -

খেলা হবে খেলতে হবে চারিদিকে হৈ চৈ

আমরা সবাই খেলতে রাজি কিন্তু সমান মাঠ কই?

প্রবাদ আছে- ঘরের কথা পরে জানে ক্যামনে, এমনে। কবির ভাষায় দেখুন ‘বউ এবং বই কবিতায়-

শত বইয়ে পড়ি হাজার লক্ষ কোটি শব্দ

কিন্তু বউ একাই পারে করতে আমায় জব্দ।

একটা বই শেষ না হতে আরেকটাকে ধরি

একমাত্র একটাই বউ আছে বরাবরই।

জীবনে নারীর ভালবাসা এড়িয়ে যাবার কোন সুযোগ নেই। তিনি স্বীকার করেছেন অকপটে নারী নামক ছড়ায়-

নারীই দিয়েছে আমায় জীবনের স্বাদ

টক মিষ্টি তিতা

নারী ছাড়া পুরুষ কভু হয়েছে পিতা?

এ রকম ঝাল টক মিষ্টি ছড়ার সমাহার আছে এই বইতে। রোদে ভাজা বোধ মূলত কাঁচা অথবা ভোঁতা হয়ে যাওয়া বোধ পাকা করার অসামান্য কাব্যিক প্রয়াস।

বইটি প্রকাশ করেছেন প্রকাশক- ইকবাল হোসাইন, ইনভেলাপ পাবলিকেশন, সেনপাড়া, মিরপুর ঢাকা। প্রচ্ছদ করেছে আহমদ মোস্তাকীম

মূল্য দুইশত টাকা মাত্র । রকমারি থেকেও সংগ্রহ করতে পারেন।

অনলাইন আপডেট

আর্কাইভ