আবারো ৪৮ ঘন্টার অবরোধের ডাক
স্টাফ রিপোর্টার: দুইদিন টানা হরতাল কর্মসূচি পালন শেষে ৬ষ্ঠ দফায় আবারো দেশব্যাপী ৪৮ ঘন্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি-জামায়াতে ইসলামীসহ সমমনা জোট ও দলগুলো। আজ মঙ্গলবার বিরতি দিয়ে আগামীকাল বুধবার ও পরদিন বৃহস্পতিবার সারাদেশে সর্বাত্মক এই অবরোধ কর্মসূচি পালিত হবে। গতকাল সোমবার পৃথক পৃথকভাবে আন্দোলনকারী দল ও জোটগুলো এই কর্মসূচি ঘোষণা করে।
গতকাল বিকালে এক ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী দলের পক্ষে অবরোধ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, সকলের অংশগ্রহণের নির্বাচন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ, দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সকল নেতৃবৃন্দ ও কর্মীদের মুক্তির দাবিতে বুধ ও বৃহস্পতিবার (২২ ও ২৩ নভেম্বর) ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচি পালিত হবে। আমি দলের সর্বস্তরের নেতা-কর্মী ও দেশের জনগণকে এই কর্মসূচি সাফল্যমন্ডিত করার জন্য আহ্বান জানাচ্ছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকল নেতা-কর্মীকে অবরোধ কর্মসূচি সফল করার জন্য আহ্বান জানাচ্ছে।
এদিকে আগামী ২২ ও ২৩ নভেম্বর বুধ ও বৃহস্পতিবার টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম গতকাল এক বিবৃতিতে এ কর্মসূচি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি জামায়াতের নিবন্ধন সংক্রান্ত মামলায় ন্যায়ভ্রষ্ট রায় ও ফরমায়েশি একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে এবং জালিম সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, আমীরে জামায়াত ডা: শফিকুর রহমানসহ সকল রাজবন্দী ও ওলামা-মাশায়েখের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আগামী ২২ নভেম্বর বুধবার ভোর ৬টা থেকে আরম্ভ হয়ে ২৪ নভেম্বর শুক্রবার ভোর ৬টা পর্যন্ত সারাদেশে টানা ৪৮ ঘন্টা শান্তিপূর্ণ সড়ক, রেল ও নৌপথ অবরোধের নতুন কর্মসূচি ঘোষণা করেন। ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করে আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।
এক তরফা নির্বাচনের তফসিল ঘোষণাসহ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে গতকাল রাজধানীতে আলাদা আলাদা বিক্ষোভ মিছিল শেষে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, বাংলাদেশ গণঅধিকার পরিষদ, লেবারপার্টি, এলডিপি, কল্যাণ পার্টিসহ সমমনা দল ও জোটগুলো আগামী বুধ ও বৃহস্পতিবার সারাদেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করে।
সরকার পদত্যাগের এক দফা ও নির্বাচন কমিশন কর্তৃক এক তরফা নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে রোববার ভোর ৬টা থেকে সারাদেশে ৪৮ ঘন্টার হরতাল কর্মসূচি শুরু হয়। আজ মঙ্গলবার ভোর ৬টায় ৪৮ ঘন্টার হরতাল শেষ হয়েছে। গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পুলিশ পন্ড করে দেয়া ছাড়াও জামায়াতের মহাসমাবেশকে কেন্দ্র করে গ্রেফতার ও মামলা-হামলার ঘটনার প্রতিবাদসহ সরকার পদত্যাগের এক দফার দাবিতে সমমনা জোটগুলো ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল এবং পরবর্তীতে পাঁচ দফায় ১১ দিন পর্যায়ক্রমে সারাদেশে অবরোধ কর্মসূচির ডাক দেয়। ঘোষিত এসব কর্মসূচি দেশব্যাপী স্বতঃস্ফূর্তভাবে পালিত হয়েছে।