মঙ্গলবার ০৩ ডিসেম্বর ২০২৪
Online Edition

২০১৫ বিশ্বকাপের থেকেও এটা বড় অর্জন ---হ্যাজেলউড

স্পোর্টস রিপোর্টার: ২০১৫ বিশ্বকাপ জয়ী দলেও ছিলেন তিনি। আট বছর পর এবারও বিশ্বকাপজয়ী দলের গর্বিত অংশীদার জস হ্যাজলউড। এবারের বিশ্বকাপে ১০ ম্যাচে পেয়েছেন ১৪ উইকেট। নতুন বলে সবসময়েই উইকেট নিয়ে দলকে এনে দিয়েছেন ব্রেক থ্রু। দলের জয়ে তার অবদানও কম নয়। জশ হ্যাজলউড ভারতীয়দেরও ব্যাটিং মেরুদ- রোববার ভেঙে দিয়েছিলেন। ১০ ওভারে ৬০ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট। তার কাছে এই বিশ্বকাপ জয়ে ২০১৫ বিশ্বকাপ জয়ের থেকেও অনেক বড়। ম্যাচ শেষে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘এই বিশ্বকাপ জয় ২০১৫ বিশ্বকাপ জয়ের থেকেও অনেক বড় অর্জন। অনেক মানুষের ভারতকে তাদের মাঠে হারানো। আমরা আজকে সবাই মিলে প্রমাণ করেছি আমরা পারি।’

অনলাইন আপডেট

আর্কাইভ

string(11) "18.97.14.81"