রাজস্থানে থেমে থাকা ট্রাকে গাড়ির ধাক্কায় নিহত ৫ পুলিশ সদস্য
১৯ নবেম্বর, এনডিটিভি: ট্রাকের সঙ্গে গাড়ির ধাক্কায় ভারতের রাজস্থানে পাঁচ পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে। স্থানীয় সময় গতকাল রবিবার ভোরে রাজ্যের চুরু জেলায় দুর্ঘটনাটি ঘটে। এতে আহত হয়েছেন আরো দুই পুলিশ সদস্য। চুরুর পুলিশ সুপার প্রবীণ নায়কের বরাত দিয়ে জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে সুজনগড় সদর থানা এলাকায়। পুলিশ সদস্যরা একটি নির্বাচনী সভায় যোগ দিতে তারানগর যাচ্ছিলেন। নিহতরা হলেন- খিনভসার থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রামচন্দ্র, কনস্টেবল কুম্ভরাম, সুরেশ মীনা, থানারাম ও মহেন্দ্র। অন্যদিকে পুলিশের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা বলেছে, নাগাউর থেকে ঝুনঝুনুতে যাচ্ছিল পুলিশের গাড়িটি। তাতে সাতজন পুলিশ সদস্য ছিলেন। দ্রুতগতিতে ছুটছিল গাড়িটি। সামনেই ছিল একটি ট্রাক। ট্রাকটি হঠাৎ ব্রেক করে দাঁড়িয়ে পড়ায় পেছন থেকে পুলিশের গাড়িটি সজোরে ধাক্কা মেরে ট্রাকের নিচে ঢুকে যায়। এতে দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচ পুলিশ সদস্যের। আহত হন আরো দুজন।