বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪
Online Edition

শ্রীমঙ্গলে কৃষি প্রণোদনা পাচ্ছে ৬১২০ কৃষক

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা : শ্রীমঙ্গলে ২০২৩-২০২৪ অর্থবছরে রবি মৌসুমে হাইব্রিড বোরো, গম, ভুট্টা, সরিষা, সুর্যমুখী, শীতকালীন পেয়াজ ও মুগ আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ৬১২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন হয়েছে।

গতকাল রবিবার দুপুর ১২ টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটির আয়োজনে প্রণোদনা বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব প্রমুখ।

অনলাইন আপডেট

আর্কাইভ

string(11) "18.97.9.175"