রবিবার ০৮ সেপ্টেম্বর ২০২৪
Online Edition

দি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

গতকাল শুক্রবার দি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ২০২৩ সেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়

প্রতিবারের ন্যায় এই বছরও উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে দি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ২০২৩ সেশনের বৃত্তি পরীক্ষা। রাজধানীর  বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানসমূহের প্রায় তিন হাজারের অধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। 

গতকাল শুক্রবার সকাল ৯:৩০টায় রাজধানীর  মহাখালী ও উত্তরা ২টি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়ে নির্ধারিত ১১টায় পরীক্ষা শেষ হয়। সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রের আশেপাশে অপেক্ষা করতে থাকেন পরীক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। তারা বৃত্তি পরীক্ষার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। 

পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন দি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক সালাহ উদ্দিন মাহমুদ, সদস্য সচিব মীর শিহাব উদ্দিন, উপ-সদস্য সচিব সাইফুল ইসলাম সাইম ও নির্বাহী সদস্যবৃন্দ।

এ সময় ফাউন্ডেশনের পরিচালক সালাহ উদ্দিন মাহমুদ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা হওয়ায় ফাউন্ডেশনের  সকল কর্মকর্তা, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী এবং স্বেচ্ছাসেবকদের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরো বলেন, শিক্ষার ভীত মজবুত করার লক্ষ্যে বৃত্তি প্রকল্প কার্যক্রম অব্যাহত রাখা জরুরি। আগামীর প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে দি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কার্যক্রম বাস্তবায়নে সবাইকে পাশে পাবেন বলে আশা রাখেন।

প্রসঙ্গত, ‘মেধা ও মননে উন্নত প্রজন্ম বদলে দিবে বিশ্ব’ এই শ্লোগানকে সামনে রেখে ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয় দি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন। সংগঠনটি প্রতিবছর তৃতীয় থেকে নবম শ্রেণির স্কুল ও মাদরাসার ছাত্রছাত্রীদের নিয়ে বৃত্তি প্রকল্প বাস্তবায়ন করে আসছে। শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষাবান্ধব নানাবিধ কর্মসূচির মধ্যে বৃত্তি প্রকল্প সংস্থাটির সবচেয়ে বড় কর্মসূচি। প্রেস বিজ্ঞপ্তি। 

অনলাইন আপডেট

আর্কাইভ