লড়াই করেও পদক বঞ্চিত বক্সার সেলিম
স্পোর্টস রিপোর্টার: চীনের হাংজুর বক্সিং রিং থেকে একটি সুসংবাদ আসবে এমন আশায় থাকা দেশবাসিকে হতাশ করলেন সেলিম হোসেন। কোয়ার্টার ফাইনালেই থামতে হলো তাকে। জাপানি প্রতিপক্ষ শুদাই হারাদার কাছে হেরে যাওয়ায় পদক শূন্য ফিরছেন সেলিম। গতকাল মঙ্গলবার অনুষ্টিত কোয়ার্টার ফাইনালে ৫-০ ব্যবধানে হেরেছেন সেলিম। কিন্তু সমানতালে লড়াই করেছেন ৩১ বছর বয়সী এ বক্সার। হ্যাংজু জিমনেসিয়ামে দর্শকদের পুরো সমর্থন ছিলো সেলিমের পক্ষে। ম্যাচ শেষে নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট থাকার কথা বললেও গতি আর ক্ষিপ্রতায় পিছিয়ে থাকার কথা স্বীকার করেছেন। চান তার পথ ধরে দেশের বক্সিং এগিয়ে যাবে। তার না পাওয়া পদক ভবিষ্যত প্রজন্ম অর্জন করবে।
চীনের হাংজুর বক্সিং রিংয়ের দিকে তাকিয়ে ছিল সমগ্র বাংলাদেশ। ১৯৮৬ সালের পর এশিয়াডে ব্যক্তিগত পদকের হাতছানি ছিল। শেষ পর্যন্ত জাপানি বক্সার হারদা সুদাই জয়ী হওয়ায় সেলিম হোসেনকে কোয়ার্টার ফাইনালেই থামতে হয়েছে। সেমিফাইনালে উঠতে না পারায় পদকও জেতা হয়নি।
সেলিম হারলেও বেশ ভালো লড়াই করেছেন। প্রতি রাউন্ডেই জাপানী বক্সারকে ডিফেন্সের পাশাপাশি আক্রমণ করেছেন। প্রথম দুই রাউন্ড জাপানী বক্সার এগিয়ে থাকায় জয়ের কাছাকাছি ছিলেন। তৃতীয় রাউন্ডে সেলিম বেশ কয়েকটি পাঞ্চ করেন। এতে কুপোকাতও হয়েছেন জাপানী বক্সার। এরপরও তিন রাউন্ড শেষে ৫-০ পয়েন্টে হেরেছেন সেলিম।
শক্তি, সামর্থ্যে পার্থক্য থাকলেও রিংয়ে সেলিম সেরাটাই দিয়েছেন। এবার এশিয়াডে বক্সিং নিয়ে বাংলাদেশ আশাবাদী ছিল। সেই আশার কেন্দ্রে ছিলেন নারী প্রবাসী বক্সার জিনাত ফেরদৌস। সেই জিনাত দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিলেও সেলিম কোয়ার্টারে উঠে চমক দিয়েছিলেন। কোয়ার্টার ফাইনালে শক্তিশালী জাপানী বক্সারকে পরাজিত করতে পারলে সেমির পাশাপাশি ব্রোঞ্জও নিশ্চিত হতো।