রবিবার ১০ ডিসেম্বর ২০২৩
Online Edition

উদ্ধার হওয়া ৫০টি পাখি উড়লো মুক্ত আকাশে

 

গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা : নাটোরের গুরুদাসপুরে শিকারির বাড়ি থেকে উদ্ধার হওয়া প্রায় ৫০টি ঘুঘু ও বক পাখি মুক্ত আকাশে উড়য়ে অবমুক্ত করেছে পরিবেশকর্মীরা। শুক্রবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে গুরুদাসপুর উপজেলার চরপিপলা গ্রামে শিকারি সাহিদুল ও আবু সোমার বাড়িতে অভিযান চালিয়ে পাখি লো উদ্ধার করা হয়। এ সময় পরিবেশকর্মীদের দেখে শিকারিরা পালিয়ে যায়।পরিবেশকর্মী নাজমুল হাসানের নেতৃত্বে উপস্থিত ছিলেন মোঃ জালাল উদ্দিন, আবু হেনা মোস্তফা কামাল,আশিকুর রহমান,সাদেক আলীসহ আরো অনেকে।

গুরুদাসপুর জীববৈচিত্র রক্ষা কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হাসান জানান, ‘শুক্রবার সন্ধায় চরপিপলা গ্রামে দুই জন শিকারির বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় দুই শিকারির বাড়ি থেকে খাঁচাবন্দী প্রায় ৪০টি ঘুঘু ও ১০টি শিকারি বক পাখি উদ্ধার করা হয়। পরে স্থানীয় বাসিন্দা ও স্কুল কলেজের শিক্ষার্থীদের সাথে নিয়ে পাখিগুলোকে মুক্ত আকাশে অবমুক্ত করা হয়েছে। তবে শিকারি দুই ব্যক্তি পালিয়ে যাওয়ার কারণে ধরা সম্ভব হয়নি। স্থানীয় সচেতন মানুষ জন আশ^স্ত করেছেন পাখি শিকারিদের পুনরায় যেন পাখি শিকার না করতে পারে সে ব্যাপারে তারা সজাগ থাকবে। জীববৈচিত্র রক্ষা ও পাখি শিকার বন্ধে গুরুদাসপুর উপজেলা জীববৈচিত্র রক্ষা কমিটি প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে বলেও জানান তিনি।

অনলাইন আপডেট

আর্কাইভ