সারা দেশে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ ॥ সাবধান হোন
সারা দেশে ক্রমাগণ বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এর কারণ এডিস মশার কামড়। এর থেকে বাঁচার মূল উপায় হল পরিবেশকে পরিচ্ছন্ন রাখা। এর মধ্যে গুরুত্বপূর্ণ হল বাড়ির বাগান। অনেক সময় বাড়িতে ছোট ছোট টবে বাগান করা অনেকের অভ্যাস থাকে। সেই টবে পানি জমে, আগাছা থাকে এবং এগুলিকে পরিষ্কার করা হয়না। সেইখানে বাড়তে থাকে মশার লার্ভা। এডিস মশা ডিম পাড়ে পরিষ্কার পানিতে। আপনার কাজ হবে টবের নিচের বাটিটি বা থালাটি অন্তত দু তিন মাসের জন্য উল্টো করে রাখা আর পরিস্কার পানি জমতে না দেয়া। কীভাবে বাঁচবেন এর আক্রমণ থেকে? এর আক্রমণ থেকে বাঁচার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হল মশা যাতে না কামড়াতে পারে সে বিষয়ে সতর্ক থাকা। এর পাশাপাশি নিজের বাসস্থানের আশেপাশে এবং রাস্তায় যাতে অতিরিক্ত পানি না জমে সেই দিকে নজর রাখা। এখন যেখানে সেখানে অনেক জায়গায় গর্ত থাকে এবং বিক্ষিপ্ত বৃষ্টিতে সেই গর্তে পানি জমা হয়ে মশার বংশবৃদ্ধি হয়। টায়ারে, গাছের কোটরে পানি জমা হয়ে এডিস মশার লার্ভা ছড়াানোর পথ সুগম হয়, এটা বন্ধ করতে হবে। মশারি টানিয়ে ঘুমাতে হবে। ডেঙ্গু মশা দিনেরবেলা কামড়ায়। অর্থাৎ দুপুরে অনেক সময় বয়স্ক মানুষ এবং বাচ্চারা বাড়িতে ঘুমায়। তাদের ক্ষেত্রে মশারির ব্যবহারের পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। এ বছর ডেঙ্গুর প্যাটার্ন বদলেছে, ফলে রাতেও এই মশা কামড়ায় বলে জানা যাচ্ছে। তাই সতর্কতা জরুরি। ডেঙ্গুর লক্ষণ হলো ১০৪ ডিগ্রি বা তারও বেশি মাত্রার জ্বর থাকা কয়েক দিন ধরে আর ওষুধেও না কমা। লক্ষণ দেখা দিলে হাসপাতালে নিয়ে যাওয়াই রোগীর জন্য ভাল। কারণ জ্বর সেরে যাওয়ার পরই শক সিন্ড্রোম মৃত্যুর কারণ হয়। তথ্যসূত্র: ইন্টারনেট।