সোমবার ০৪ ডিসেম্বর ২০২৩
Online Edition

হকিতে কষ্টের জয়, ভারোত্তোলনে ‘প্রথম’ স্মৃতি

স্পোর্টস রিপোর্টার: এশিয়ান গেমসের হকিতে বাংলাদেশ টানা দুই জয় পেয়েছে। আগের ম্যাচে সিঙ্গাপুরকে পরাজিত করার পর শনিবার রোমান সরকাররা হারিয়েছে উজবেকিস্তানকে। ৪-২ গোলে জিতলেও জয়টি বেশ কষ্টার্জিতই ছিল রোমানদের। আশরাফুল ইসলামের পেনাল্টি কর্ণার থেকে ১০ মিনিটে ম্যাচে লীড নেয় বাংলাদেশ। প্রথম কোয়ার্টার ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করেন জিমিরা। দ্বিতীয় কোয়ার্টারের দ্বিতীয় মিনিটে ম্যাচে সমতা আনে উজবেকিস্তান। রুশিয়ান কারিমভ ফিল্ড গোল করেন। চার মিনিট পর আরশাদ হোসেনের গোলে বাংলাদেশ আবার লীড নেয়। বাংলাদেশের এই লীড বেশিক্ষণ থাকেনি। পুনরায় ম্যাচে সমতা আনে উজবেকিস্তান। ২৬ মিনিটে জনিবেক ফিল্ড গোল করেন। ২-২ গোলের সমতায় মধ্য বিরতিতে যায় দুই দল। উজবেকিস্তান হকিতে বাংলাদেশের চেয়ে র‌্যাংকিং এবং শক্তিমত্তায় পিছিয়ে। সেই উজবেকিস্তান বাংলাদেশের সঙ্গে তৃতীয় কোয়ার্টার পর্যন্ত সমানভাবে লড়েছে। ৪২ মিনিটে বাংলাদেশ পেনাল্টি স্ট্রোক পায়। এটিই মূলত টার্নিং পয়েন্ট। আশরাফুল পেনাল্টি স্ট্রোক গোল করলে বাংলাদেশ ম্যাচের নিয়ন্ত্রণ ফিরে পায়। চতুর্থ কোয়ার্টারে আমিরুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে আরেকটি গোল করলে বাংলাদেশের জয় সুনিশ্চিত হয়। গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। গতকাল শনিবার সকালে বাংলাদেশের ভারত্তোলন খেলা ছিল। ৫৫ কেজি ওজন শ্রেণীতে বি গ্রুপে বাংলাদেশের ভারত্তোলক স্মৃতি আক্তার ১৬০ কেজি তুলে প্রথম স্থানে রয়েছেন। স্ন্যাচে ৭২ ও ক্লিন এন্ড জার্কে ৮৮ কেজি তোলেন স্মৃতি। বি গ্রুপের চার জন ভারত্তোলকের মধ্যে তিনি প্রথম স্থানে রয়েছেন। এ গ্রুপে অবশ্য শীর্ষ ভারত্তোলক রয়েছেন এই ক্যাটাগরিতে। সেই গ্রুপ থেকেই এই ক্যাটাগরির পদক আসার সম্ভাবনাই বেশি। এদিন সকালে শুটিংয়ে আরেকটি হতাশার গল্প রচিত হয়েছে। ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে ১৪ তম অবস্থান বাংলাদেশের। ৫৬২ স্কোর দু শুটার শাকিল ও আনজিলা আমজাদ অন্তরের। এসএ গেমসে স্বর্ণজয়ী শাকিলের স্কোর ২৮০ আর আনজিলার ২৮২। এই ইভেন্টে স্বর্ণ জিতেছে ভারত আর রৌপ্য, ব্রোঞ্জ যথাক্রমে চীন-ইরানের। গলফ ডিসিপ্লিনের তৃতীয় রাউন্ড শেষে ২১ নম্বরে বাংলাদেশের সিদ্দিকুর রহমান। 

ওয়েস্ট লেক ইন্টারন্যাশনাল গলফ কোর্সে শনিবার তৃতীয় রাউন্ডে পারের চেয়ে দু শট কম খেলেছেন সিদ্দিক। তিন রাউন্ড মিলে ২০৭ শট খেলেছেন তিনি। সবমিলে সিদ্দিক পারের চেয়ে নয় শট কম খেলেছেন। বাংলাদেশের আরেক গলফার জামাল হোসেন পারের চেয়ে দু শট বেশি খেলে আছেন ৩৯ নম্বরে। শনিবার তৃতীয় রাউন্ডে পারের চেয়ে তিন শট বেশি খেলেছেন তিনি। দাবার দ্বিতীয় রাউন্ডেও হেরেছে বাংলাদেশ। কিরগিজস্থানের কাছে ২.৫-১.৫ ব্যবধানে হারে বাংলাদেশ। ব্যক্তিগত ম্যাচে ফাহাদ রহমান জিতলেও হেরে গেছেন নিয়াজ মোরশেদ ও এনামুল হোসেন রাজিব। ড্র করেছেন জিয়াউর রহমান। আজ রোববার তৃতীয় রাউন্ড। 

এশিয়ান গেমসে বাংলাদেশের সম্ভাবনাময় আর্চ্যারি ডিসিপ্লিনের খেলা শুরু হচ্ছে আজ রোববার। রিকার্ভ ও কম্পাউন্ড ইভেন্টের নারী ও পুরুষ বিভাগের বাছাই হবে প্রথম দিন। গেমসকে সামনে রেখে শনিবার ফুইয়াং ইনফু স্পোর্টস সেন্টারে অনুশীলন করেছে বাংলাদেশ দল। এছাড়াও আজ গলফ ডিসিপ্লিনে সিদ্দিকুর রহমান ও জামাল হোসেন ওয়েস্ট লেক ইন্টারন্যাশনার গলফ কোর্সে অংশ নিবে। ফুইয়ুং ইনহু স্পোর্টস সেন্টারে সকাল সাতটায় ব্রিজ : রাউন্ড টু অংশ নিবে আসিফুর রহমান, শাহ জিয়া উল হক, মনিরুল ইসলাম ও কামরুজ্জামান।

অনলাইন আপডেট

আর্কাইভ