রবিবার ১০ ডিসেম্বর ২০২৩
Online Edition

চৌগাছায় ধানের জমিতে পান চাষ করে লাভবান

রহিদুল ইসলাম খান, চৌগাছা, যশোর : যশোরের চৌগাছায় এবার পানের বাম্পার ফলন হয়েছে। অন্য দিকে ধানের দাম কম হওয়ায় পান চাষে ঝুঁকে পড়ছে চাষিরা। উপজেলার ১১ টি ইউনিয়নের গ্রামগুলোর মধ্যে আজমতপুর, কাবিলপুর,  সাঞ্চাডাঙ্গা, ধুলিয়ানী, সুকপুকুরিয়া ও হাকিমপুর গ্রামে ধানের জমিতে পানের ব্যাপক চাষ হচ্ছে।  

কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ উপজেলাতে ১শ’ হেক্টর জমিতে পান চাষ হয়। পান চাষ প্রকল্পের কোনো কার্যক্রম না থাকায় কৃষকরা নিজ উদ্যোগেই পান চাষ করে থাকেন।

আজমতপুর গ্রামের পান চাষি শিক্ষিত যুবক মনিরুল ইসলাম জানান, গত কয়েক বছর ধরে ধান চাষ করে আমি লস খাচ্ছিলাম। কিন্তু এ বছর মাত্র আমার ১০ কাঠা জমির পানে খরচ বাদে ১ লাখ টাকার বেশি লাভ হয়েছে। পানের ফলন ও দাম ভালো হওয়ায় অতিরিক্ত ১ বিঘা ধানের জমিতে নতুন বরজ করবেন বলে তিনি জানান। একই গ্রামের পানচাষি রোকনুজ্জামান বলেন আমি দীর্ঘদিন যাবৎ পান চাষ করে আসছি, পান চাষের অন্যতম সুবিধা হলো প্রতি হাটে অর্থাৎ সপ্তাহে দুইদিন পান তোলা যায় যার ফলে দাম কমবেশি  যায়হোক নগদ টাকা হাতে আসে। একই এলাকার রামভদ্রপুর গ্রামের পানচাষি জিয়া উদ্দিন বলেন আমরা বংশ পরস্পরায় পান চাষ করে আসছি, আমরা কয়েক ভাই সবাই পান চাষের সাথে জড়িত, তিনি বলেন আমাদের জীবিকা নির্বাহের মূল আয় হচ্ছে পান চাষ থেকে।

অনলাইন আপডেট

আর্কাইভ