কবিতা
প্রকাশিত: শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট সংস্করণ
শরতের গান
ফররুখ আহমদ
শরৎ এলো হেসে
ডাকলো ভালোবেসে॥
গেলো বাদল ধারা
মনটা পেলো ছাড়া,
আকাশ বেয়ে চলে
চাঁদ সুরুজের দেশে॥
নদীর তীরে তীরে
চর জেগেছে ফিরে,
বেড়ায় নেচে নেচে
খঞ্জনারা এসে॥
ঝকঝকে রোদ্দুরে
মন ভরিয়ে সুরে,
সারা দুপুর ঘুরে
উড়বে নিশান শেষে॥