রবিবার ১০ ডিসেম্বর ২০২৩
Online Edition

কবিতা

শরতের গান

ফররুখ আহমদ

শরৎ এলো হেসে

ডাকলো ভালোবেসে॥

 

গেলো বাদল ধারা

মনটা পেলো ছাড়া,

আকাশ বেয়ে চলে

         চাঁদ সুরুজের দেশে॥

 

নদীর তীরে তীরে

চর জেগেছে ফিরে,

বেড়ায় নেচে নেচে

          খঞ্জনারা এসে॥

 

ঝকঝকে রোদ্দুরে

মন ভরিয়ে সুরে,

সারা দুপুর ঘুরে

উড়বে নিশান শেষে॥

অনলাইন আপডেট

আর্কাইভ