অশ্বিনকে বিশ্বকাপ দলে নেয়ার দাবি
প্রকাশিত: বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট সংস্করণ
স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের দলে সুযোগ হয়নি ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের। ভারতের দল ঘোষণার পর থেকেই দেশটির ক্রিকেটাঙ্গনে অশ্বিনকে বিশ্বকাপে খেলানোর দাবি উঠছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করে সেই দাবি আরও জোরালো করেছেন অশ্বিন। অশ্বিনের ক্যারাম বলটাই এতদিন ছিল তার বড় অস্ত্র। কিন্তু গত রবিবারে ম্যাচে তাকে রিভার্স ক্যারাম বল করতে দেখা যায়! এটাই কি অশ্বিনের নতুন অস্ত্র?