মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩
Online Edition

অবশেষে বাবরদের ভিসা দিল ভারত

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ খেলতে অবশেষে ভারতে যাওয়ার ভিসা পেল পাকিস্তান ক্রিকেট দল। ভারতের সরকার পাকিস্তান ক্রিকেট দলকে ভিসা মঞ্জুর করেছে বলে নিশ্চিত করেছে আইসিসি। বিশ্বকাপে খেলতে দুবাই হয়ে ভারতের হায়দরাবাদে নামার কথা পাকিস্তান দলের। এত দিনেও ভিসা না হওয়ায় বিষয়টি নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। কিন্তু পাকিস্তান দলের নির্ধারিত এই ভ্রমণসূচি শুরুর মাত্র ৪৮ ঘণ্টা আগে এই ভিসা মঞ্জুর করেছে ভারত সরকার।

ক্রিকইনফো জানিয়েছে, ভারত সরকার ভিসা দিতে দেরি করায় বিরক্তি প্রকাশ করে আইসিসিকে বিষয়টি লিখিতভাবে জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর কয়েক ঘণ্টা পর গত সোমবার ভিসা মঞ্জুর করে ভারত সরকার। তাতে অবশ্য আগের পরিকল্পনা থেকে সরে আসতে হয় পাকিস্তান ক্রিকেট দলকে। বিশ্বকাপের আগে আরব আমিরাতে গিয়ে দলীয় সংহতি বাড়িয়ে নিতে চেয়েছিল পাকিস্তান দল। কিন্তু ভারত ভিসা দিতে কালক্ষেপণ করায় আগেই সে পরিকল্পনা থেকে সরে এসেছে পাকিস্তান ক্রিকেট।

ভারত সরকারের এক মুখপাত্র ক্রিকইনফোকে বলেছেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিসা অনুমোদনে নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি দেখছে না। গোটা বিষয়টি এখন প্রক্রিয়াধীন। স্কোয়াডের ভিসাসহ পাসপোর্ট সোমবার সন্ধ্যার (গতকাল) মধ্যে পেয়ে যাবে পিসিবি।’

গতকাল সন্ধ্যার আগেও পরিস্থিতি ঘোলাটে ছিল। ইসলামাবাদে দিনের সরকারি কাজের সময় শেষ হওয়ার পর ভারতের ভিসা না দেওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। এর মধ্যে পিসিবি যোগাযোগ অব্যাহত রেখেছিল আইসিসির সঙ্গে। লিখিত অভিযোগে পিসিবি জানিয়েছে, বিশ্বকাপে অংশ নেয়া দলগুলোর সঙ্গে ভিসা দেয়ার ব্যাপারে শুধু পাকিস্তানের সঙ্গেই এমন বৈষম্যমূলক আচরণ করছে ভারত। এ সমস্যা আইসিসিকে সমাধানের অনুরোধ জানিয়েছিল পিসিবি।

ক্রিকইনফো জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট দল বুধবার সকালের দিকে উড়াল দিয়ে দুবাই পৌঁছাবে। সেখানে ট্রানজিট প্রক্রিয়া শেষ করে সেদিন সন্ধ্যার দিকে অবতরণ করবে ভারতের হায়দরাবাদে। শুক্রবার হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাবর আজমের দল।

অনলাইন আপডেট

আর্কাইভ