সোমবার ০৪ ডিসেম্বর ২০২৩
Online Edition

বক্সিংয়ে সেলিম হোসেনের জয়লাভ

স্পোর্টস রিপোর্টার: হকি ফেন্সিং ও শুটিংয়ে ব্যর্থতার মাঝে ১৯ তম এশিয়ান গেমসের চতুর্থ দিনে বক্সিং রিং থেকে সাফল্য এনেছেন সেলিম হোসেন। হ্যাংজু জিমনেসিয়ামে অনূর্ধ্ব-৫৭ কেজি ওজনশ্রেণীর প্রিলিমিনারি রাউন্ডের খেলায় শ্রীলঙ্কার রুকমাল প্রসন্নকে ৩-২ ব্যবধানে হারিয়েছেন সেলিম। পাঁচ জাজের মধ্যে তিনজনের ফল সেলিমের পক্ষে যায়। বাকি দুজন শ্রীলঙ্কার প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে। ৩০ সেপ্টেম্বর প্রি কোয়ার্টার ফাইনালে সেলিমের প্রতিপক্ষ লাওস অথবা তাজিকস্তানের প্রতিপক্ষ। এদিকে আজ বুধবার বাংলাদেশের আরেক বক্সার জিন্নাত ফেরদৌস অনূর্ধ্ব-৫০ কেজিতে খেলবেন রাউন্ড অব সিক্সটিনে।

১৯তম এশিয়ান গেমসে দায়িত্ব পালন করতে এসে অসুস্থ হয়ে পড়া হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক মুমিনুল হক সাঈদকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা ও বাংলাদেশ কন্টিনজেন্টের শেফ দ্য মিশন এ কে সরকার। রোববার হৃদরোগে আক্রান্ত হয়ে হ্যাংজুর একটি হাসপাতালে ভর্তি করা হয় মুমিনুল হক সাঈদকে। হৃদযন্ত্রে পড়ানো হয় রিং।

আজ বুধবার এশিয়ান গেমসের পঞ্চম দিনে হ্যাংজুতে বাংলাদেশের সূচি:

সকাল ৭টা শ্যুটিং: রাইফেল থ্রি পজিশন ডিসিপ্লিনে অংশ নিবে সায়রা আরেফিন,কামরুন নাহার কলি ও নুসরাত জাহান শামসি

এয়ার পিস্তল ইভেন্টে অংশ নিবে : শাকের আহমেদ, শাকিল আহমেদ ও সাব্বির আল আমিন। ভেন্যু ফুইয়াং ইনহু স্পোর্টস সেন্টার।

সকাল ৭টা ব্রিজ: আসিফুর রহমান, শাহ জিয়া উল হক, মনিরুল ইসলাম ও কামরুজ্জামান হ্যাংজু কুই ইউয়ান চেস হল দুপুর ১২টায় হ্যাংজু জিমনেসিয়ামে বক্সিং ইভেন্টের ৫০ কেজি ওজন শ্রেনীতে নারী বিভাগে অংশ নিবেন জিন্নাত হোসেন।

দুপুর একটায় হ্যাংজু কুই ইউয়ান চেস হল অটিটোরিয়ামে দাবার ব্যক্তিগত ইভেন্ট অংশ নিবে নওশিন আঞ্জুম, এনামুল হোসেন, ফাহাদ রহমান। 

অনলাইন আপডেট

আর্কাইভ