পরীক্ষা কেন্দ্রের পরিবেশ
চলমান এইচএসসি পরীক্ষায় এই বছর মাদরাসা বোর্ড, কারিগরি বোর্ড, ৯টি সাধারণ শিক্ষা বোর্ড , আলিম, ভোকেশনাল, ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষাসহ ১১টি শিক্ষা বোর্ডে, এবার মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। মোট ৯ হাজার ১৬৯ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২ হাজার ৬৫৮ কেন্দ্রে পরীক্ষায় বসেছে।
কিন্তু চলমান পরীক্ষায়, পরীক্ষা কেন্দ্র ও পরীক্ষার পরিবেশ নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ। জেলা ভিত্তিক শহরের পরীক্ষা কেন্দ্রগুলোতে মোটামুটি কিছুটা পরিবেশ থাকলেও মফস্বলে থাকা কেন্দ্রগুলোতে পরীক্ষার পরিবেশ নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ। পরীক্ষা কেন্দ্রে বেঞ্চ ভাঙা, বেঞ্চের পায়া ঠিক নেই, বেঞ্চগুলো অপরিষ্কার, পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই, কোথাও কোথাও তো শৌচাগার পর্যন্ত নোংরা, কিংবা শৌচাগারের পানির নল ভাঙা। পরীক্ষা কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট, শিক্ষা অফিসার ও শিক্ষকদের অসদাচরণ। এবং পরীক্ষা কেন্দ্রে প্রবেশ মুখে ইলেকট্রনিক ডিভাইস চেকিং করার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার না করে, নিরাপত্তা রক্ষীর হাত ব্যবহার করা হচ্ছে। এতে শিক্ষার্থীদের শরীরে নানাভাবে স্পর্শ করা হয়, মেয়ে শিক্ষার্থীদের জন্য আলাদা নারী নিরাপত্তা রক্ষী ব্যবহার করা হয় না। যার ফলে শিক্ষার্থীরা অস্বস্তি অনুভব করে, এবং অনেক শিক্ষার্থী এই বিষয়টি মেনে নিতে পারেন না।
পরীক্ষা হলো শিক্ষার্থীদের সারা বছরের অর্জন, জানা, বুঝাকে যাচাই-বাছাই করার একটা পদ্ধতি, পরীক্ষার মধ্য দিয়ে একজন শিক্ষার্থীর স্বপ্ন, ইচ্ছে ও তাড়নাকে জাগ্রত করে এবং শিক্ষার্থীর সৃজনশীলতা, শিক্ষার্থীর চিন্তা, মনকে প্রসারিত করে নতুন ভাবনায়। শিক্ষার্থী কতটা ভালো বা খারাপ সে নিশ্চিয়তা পরীক্ষার মধ্য দিয়ে করা হয় না। পরীক্ষা কেন্দ্র হবে উৎসব মুখর, সুন্দর, সতেজ ও শৃঙ্খল পরিবেশ। শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে নিজ স্বাধীনতায় লিখবে, শিক্ষকরা শিক্ষার্থীদের মাঝে শৃঙ্খল পরিবেশ নিশ্চিতে কাজ করবে। প্রশাসন অনিয়ম, অনাকাক্সিক্ষত ঘটনা মোকাবিলায় কাজ করবে। কিন্তু পরীক্ষা কেন্দ্রকে একটি যুদ্ধ ক্ষেত্র বানিয়ে, শিক্ষার্থীদের মানসিক চাপ বাড়িয়ে পরীক্ষা নেওয়া, এই পদ্ধতি শিক্ষার্থীদের জন্য কখনো সুখকর নয়।এতে শিক্ষার্থীরা আস্তে আস্তে পরীক্ষাকে ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়ার আশংকা সহ, মানসিক চাপে পড়ার অশংকা থাকে।
তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিশেষ অনুরোধ থাকবে পরীক্ষাকে যুদ্ধক্ষেত্র কিংবা জীবনের অনিশ্চয়তা না করে শৃঙ্খলা ও সুস্থ, সুন্দর ও সচ্ছ পরিবেশ দিয়ে শিক্ষার্থীদের জন্য পরীক্ষাকে উৎসবমুখর করুন। এতে পরীক্ষার্থীরা সারা বছরের পাঠ্য জ্ঞানকে নিজস্ব সৃজনশীলতা ও দৃষ্টিভঙ্গি দিয়ে প্রাণ খুলে প্রকাশ করতে পারবে, সৃষ্টি করতে পারবে নতুন কিছু।
- মো মারুফ হাসান ভূঞা