রাজনৈতিক দলের খবর
জামায়াতে ইসলামী
ফেনী সংবাদদাতা: ফেনীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার উদ্যোগে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর (রঃ) জানাযায় বাধা দান, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং আমীরে জামায়াতসহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে এক বিরাট বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ঐদিন বাদ জোহর মিছিলটি ফেনীর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিএনপি
সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ সেপ্টেম্বর) রাতে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির মহিলাদলের আয়োজনে দলীয় অফিস থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় অফিসে এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ও সাবেক এমপি হেলেনা জেরিন খান।
দাউদকান্দি (কুমিল্লা): কুমিল্লার হোমনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটির বিরুদ্ধে ঝাড়–মিছিল করেছে পদবঞ্চিতরা। শনিবার ৯ সেপ্টেম্বর হোমনা উপজেলা ছাত্রদলের একাংশ হোমনা পৌর সভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় থেকে মিছিলটি বের করেন। তাদের অভিযোগ উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের নতুন কমিটিতে ছাত্রলীগ কর্মী, অছাত্র ও বিবাহিত, বিদেশে অবস্থান করছে এমনকি যুবদলের কমিটিতে আছে এমন লোকজনকে স্থান দেওয়ার অভিযোগ তুলে এই মিছিল করা হয়।
আওয়ামী লীগ
চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার দর্শনায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনের কতিপয় নৌকার মনোনয়ন প্রত্যাশী ও আওয়ামী লীগের কিছু নেতৃস্থানীয় কর্মী একটি বিশেষ সংবাদ সম্মেলন করার পূর্বে বর্তমান এমপি হাজী আলী আজগার টগরের সমর্থিত নেতা কর্মীরা বাধা দিয়েছে। রোববার বিকাল ৪টায় পূর্ব ঘোষিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যানসহ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে মনোনয়ন প্রত্যাশীর উপস্থিতিতে সম্মেলন বাধা দেয়ার চেষ্টা চালালে দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
গাবতলী (বগুড়া): বগুড়া পৌর আ’লীগের সভাপতি, গাবতলী উপজেলা চেয়ারম্যান, বগুড়া-৭ আসনের নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী রফি নেওয়াজ খানকে দোষারোপ করে জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাজেদুর রহমান সাহীন কর্তৃক মন্তব্য করার প্রতিবাদে উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করেছেন। গত বুধবার প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী।
খেলাফত মজলিস
দাউদকান্দি (কুমিল্লা): ১৪ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের মহাসমাবেশ ও ৮ দফা আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে দাউদকান্দি গৌরীপুরের বন্ধন কমিউনিটি সেন্টারে ওলামা ও সুধী সমাবেশের আয়োজন করে। মজলিসের দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা শাখার আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী।